বাহরাইনে জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালন

বাহরাইন প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ জানুয়ারি ২০২৫, ১৬:১৯| আপডেট : ২০ জানুয়ারি ২০২৫, ১৬:৩৭
অ- অ+

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বাহরাইন বিএনপি এবং আঞ্চলিক শাখাসমূহের উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার দেশটির মানামা শহরের ভিলেজ বাংলা রেস্টুরেন্টে পবিত্র কুরআন তেলওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানে বাহরাইন বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মো. আক্তারুজ্জামান মিয়ার সভাপতিত্বে ও বাহরাইন বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম এবং শহিদুল ইসলাম সরকারের যৌথ পরিচালনায় প্রধান অতিথি ছিলেন বাহরাইন বিএনপির সাবেক সহসভাপতি নুর আলম।

গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বাহরাইন কেন্দ্রীয় বিএনপির সাবেক সহসভাপতি আবুল হাসেম, সাবেক সহসভাপতি মফিজুর রহমান। প্রধান বক্তা ছিলেন বাহরাইন বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মো. সোহেল আহমেদ।

বিশেষ অতিথি ছিলেন বাহরাইন বিএনপির সাবেক সহসভাপতি আকবর আলী, সাবেক সহসভাপতি আব্দুল লতিফ, একলাস উদ্দিন, মোশারফ হোসেন, হজরত গাজী, আসিফ আহমেদ আলীম, সেলিম আহমেদ, মো. মনির হোসেন, মো. হাকিম, সালাউদ্দিন, আবুল বাসার তালুকদার, কামরুজ্জামান, জনি চৌধুরী, রবিউল ইসলাম, মাকসুদ আলম, জামশেদ আলম, মো. মহসিন বেপারী, জাফর শেখ প্রমুখ। আলোচনা শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও ১৯৭১ সাল এবং ২০২৪ সালের আন্দোলনে শাহাদাতবরণকারী সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

(ঢাকা টাইমস/২০জানুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বৈষম্যবিরোধী আন্দোলনের মামলাগুলো সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করতে হবে: ডিএমপি কমিশনার
ডিএমপির সাবেক সহকারী কমিশনার রাজন সাহা গ্রেপ্তার
জুলাই আন্দোলনে শিশুসহ নিহত ১৪০০: জাতিসংঘের প্রতিবেদন
চ্যাম্পিয়ন্স ট্রফির দলে পাঁচ পরিবর্তন আনলো অস্ট্রেলিয়া 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা