তামিমের সঙ্গে ঝামেলা নিয়ে এবার মুখ খুললেন ডেভিড মালান

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ জানুয়ারি ২০২৫, ১২:২২
অ- অ+

চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগ-বিপিএলের ১১ তম আসরে খেলা চলাকালীন মাঠেই মেজাজ হারানোর নিয়ে বেশি আলাচনায় রয়েছেন পরচুন বরিশালের তামিম ইকবাল। চট্টগ্রাম পর্বে চিটাগং কিংসের বিপক্ষে ম্যাচে রবিবার (১৯ জানুয়ারি) রান আউট হন ফরচুন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল।

রান আউটকে ঘিরে ইংলিশ ক্রিকেটার ডেভিড মালানের সঙ্গে ঝামেলার গুঞ্জন ছড়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে সোমবার (২০ জানুয়ারি) তামিম নিজের ফেসবুক পেজে জানান যে, মালানের সঙ্গে কোনো ঝামেলাই হয়নি তার।

এবার বরিশাল অধিনায়কের বিবৃতির পক্ষেই কথা বলেছেন ডেভিড মালানও। ইংলিশ ব্যাটসম্যান বলেছেন, কাটতির জন্যই তামিমকে নিয়ে নেতিবাচক খবর প্রকাশ করেন অনেকেই। তবে টিভি স্ক্রিনে ধরা পড়া উত্তেজনা কার সঙ্গে ছিলো, এ নিয়ে কোনো মন্তব্য করতে চাননি ডেভিড মালান।

বরিশালের ওপেনার ডেভিড মালান বলেন, 'এটা একদমই অসত্য। তামিম একটা কথাও বলেনি। আমি হাত তুলে বলেছিলাম সরি। তামিম পরে চলে গেলো। আমি অন্য ক্রিকেটারের সঙ্গে কথা বলছিলাম। তামিমের সঙ্গে আমার কোনো সমস্যা নেই। কোনো ইস্যু কখনও ছিলো না, রাগ করেও কিছু বলিনি। আসলে মিডিয়া সবসময়ই গল্প বানাতে চায় হয়তো। সম্ভবত তামিমকে ঘিরে কিছু হলে এটা ভালো হেডলাইনে যায়। লোকে তাকে সবসময় বিপদে ফেলতে চায়।'

তাহলে প্রশ্ন আসে মাঠে কার সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় করেছিলেন মালান! জবাবে অবশ্য মাঠের ক্রিকেটকে মাঠেই রাখতে চান তিনি।

ডেভিড মালান বলেন, 'আসলে এটা নিয়ে আমি কথা বলতে চাই না। মাঠের ক্রিকেট মাঠেই থাকুক। কে ছিলো তা জেনে লাভ নেই। ম্যাচ শেষে সবকিছু শেষ হওয়া দরকার। হাত মেলানো, মুভ অন করা, চলে আসা। মাঠের ক্রিকেটে হিট অব দ্য মোমেন্ট থাকবেই। তবে বারবারই কেন একজনের নামই আসে তাও প্রশ্নের দাবি রাখে। এই ইস্যুতে আরও সহনশীল হতে হবে সব পক্ষকেই।'

(ঢাকাটাইমস/২১ জানুয়ারি/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাবেক এমপি শেখ হেলালের ব্যক্তিগত সহকারী মুরাদ বিমানবন্দরে গ্রেপ্তার
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৫তম জাতীয় সমাবেশ আজ
লাইটার জাহাজ সংকট কাটাতে মোবাইল কোর্ট পরিচালনার উদ্যোগ 
বিমানবন্দরে প্রবাসীর অর্থ লোপাট, আটক ২
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা