বগুড়ায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে শ্যালক-দুলাভাই নিহত

বগুড়া সদরের গোকুলে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারের সঙ্গে ধাক্কায় শ্যালক ও দুলাভাই নিহত হয়েছে।
মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার গোকুল বাজার এলাকার ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন বগুড়া কুন্দারহাটের ওসি মনোয়ারুজ্জামান। স্থানীয়দের বরাতে তিনি জানান, বিকালে প্রাইভেট কারযোগে বগুড়ার দিকে ফিরছিলেন নজরুল ইসলাম এবং বাবুল ইসলাম। পথে গোকুল বাজার এলাকায় তাদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডিভাইডারে ধাক্কা লাগে। এতে তারা দুজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে টিএমএসএস হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান হাইওয়ে পুলিশের এই কর্মকর্তা।
(ঢাকাটাইমস/২১জানুয়ারি/মোআ)

মন্তব্য করুন