বগুড়ায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে শ্যালক-দুলাভাই নিহত

বগুড়া প্রতি‌নি‌ধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২১ জানুয়ারি ২০২৫, ২০:০৮| আপডেট : ২১ জানুয়ারি ২০২৫, ২০:১০
অ- অ+

বগুড়া সদরের গোকুলে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারের সঙ্গে ধাক্কায় শ্যালক দুলাভাই নিহত হয়েছে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার গোকুল বাজার এলাকার ঢাকা-রংপুর মহাসড়কে দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন বগুড়া শহরের গোয়ালগাড়ি এলাকার অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা নজরুল ইসলাম (৭০) তার শ্যালক জয়পুরপাড়ার বাসিন্দা বাবুল ইসলাম (৫৭) তারা দুজনে ইঞ্জিনিয়ারিং ফার্ম এবং বেকারির ব্যবসা করতেন।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন বগুড়া কুন্দারহাটের ওসি মনোয়ারুজ্জামান। স্থানীয়দের বরাতে তিনি জানান, বিকালে প্রাইভেট কারযোগে বগুড়ার দিকে ফিরছিলেন নজরুল ইসলাম এবং বাবুল ইসলাম। পথে গোকুল বাজার এলাকায় তাদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডিভাইডারে ধাক্কা লাগে। এতে তারা দুজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে টিএমএসএস হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান হাইওয়ে পুলিশের এই কর্মকর্তা।

(ঢাকাটাইমস/২১জানুয়ারি/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাবেক এমপি শেখ হেলালের ব্যক্তিগত সহকারী মুরাদ বিমানবন্দরে গ্রেপ্তার
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৫তম জাতীয় সমাবেশ আজ
লাইটার জাহাজ সংকট কাটাতে মোবাইল কোর্ট পরিচালনার উদ্যোগ 
বিমানবন্দরে প্রবাসীর অর্থ লোপাট, আটক ২
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা