জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ

সুইজারল্যান্ডের দাভোসে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বুধবার ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মলেনের ফাঁকে এই সাক্ষাত অনুষ্ঠিত হয়। এসময় বৈঠকে তারা একে অপরের সঙ্গে পারস্পরিক শুভেচ্ছা ও কুশলাদি বিনিময় করেন।
প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।
এর আগে দাভোসে ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেক্সান্ডার স্টাব, থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতাংতার্ন সিনাওয়াত্রা, জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমসহ বিশ্ব নেতা ও সংস্থার প্রধানদের সঙ্গে সাক্ষাৎ করেন ড. মুহাম্মদ ইউনূস।
(ঢাকাটাইমস/২২জানুয়ারি/এমআর)

মন্তব্য করুন