দিনাজপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত 

দিনাজপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ জানুয়ারি ২০২৫, ১৪:৫৭| আপডেট : ২৩ জানুয়ারি ২০২৫, ১৫:৩২
অ- অ+

দিনাজপুরের কাহারোল উপজেলায় বিআরটিসি বাসের ধাক্কায় দেলোয়ার হোসেন নামে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৯টায় উপজেলার ১৩ মাইল গড়েয়া নামকস্থানে মোস্তাফা পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দেলোয়ার হোসেন বীরগঞ্জ উপজেলার কুমোরপুর এলাকার বাসিন্দা এবং দিনাজপুর শহরের মুন্সিপাড়ায় আদর্শ লাইব্রেরির স্বত্বাধিকারী মো. আনোয়ার হোসেনের ছোট ভাই। তিনি লাইব্রেরি দেখাশোনার দায়িত্বে নিয়োজিত ছিলেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঘন কুয়াশায় ঢাকা চারদিক। এরই মধ্যে বিপরীত দিক থেকে আসা বিআরটিসির একটি বাস পেছন থেকে মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলচালকের মৃত্যু হয়। এ ঘটনার সত্যতা নিশ্চিত করে কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, আমাদের থানা থেকে অফিসাররা গিয়ে পরিস্থিতি ও যানচলাচল স্বাভাবিক করেছে। তবে লাশ উদ্ধার থেকে আইনগত সমস্ত কার্যক্রম হাইওয়ে পুলিশের তত্ত্বাবধানে সম্পন্ন হবে।

(ঢাকা টাইমস/২৩জানুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চট্টগ্রামে সহপাঠীতে হাতে খুন হলো খুদে ক্রিকেটার রাহাত
চট্টগ্রামে পাহাড় ধসে দুই শিশুর মৃত্যু 
বিকৃত যৌনাচারের অভিযোগে বসুন্ধরা থেকে ২ নারী গ্রেপ্তার
ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা