প্রথম ফুটবল ক্লাব হিসেবে ১ বিলিয়নের বেশি আয় রিয়াল মাদ্রিদের

ফুটবল ইতিহাসের সবচেয়ে সফল ক্লাবগুলোর নাম নিতেই শীর্ষ তালিকায় থাকবে রিয়াল মাদ্রিদ। এবার ২০২৩-২৪ মৌসুমে ইতিহাস সৃষ্টি করলো তারা। বিশ্বের প্রথম ফুটবল ক্লাব হিসেবে এক মৌসুমে ১ বিলিয়ন ইউরো (১.০৪ বিলিয়ন ডলার) আয়ের রেকর্ড গড়েছে স্প্যানিশ জায়ান্টরা।
আর্থিক কনসালটিং ফার্ম ডেলয়েট বুধবার (২২ জানুয়ারি) তাদের মানি লিগের জরিপে এই খবর জানিয়েছে। ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যু সংস্কার করায় ক্লাবটির আয় বেড়েছে বলে জানিয়েছে আর্থিক কনসালটিং ফার্মটি।
গত মৌসুমে লা লিগা এবং চ্যাম্পিয়ন্স লিগ জেতা রিয়াল মাদ্রিদ ১০৪ কোটি ৫৫ লাখ ইউরো আয় করে ডেলয়েট মানি লিগের শীর্ষ ক্লাব হয়েছে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১৩ হাজার ৩১৪ কোটি টাকার সমান। দুইয়ে থাকা ম্যানচেস্টার সিটি আয় করেছে ৮৩ কোটি ৮০ লাখ ইউরো। শীর্ষ পাঁচের বাকি ক্লাবগুলো হলো- পিএসজি (৮০ কোটি ৬ লাখ ইউরো), ম্যানচেস্টার ইউনাইটেড (৭৭ কোটি ১০ লখ ইউরো ও বায়ার্ন মিউনিখ (৭৬ কোটি ৫০ লাখ ইউরো) মানি লিগে শীর্ষ তিনে অবস্থানের কোনো পরিবর্তন এবারও হয়নি।
পার্থক্য একটাই এবং তা রীতিমতো রেকর্ড। রাজস্ব আয়ে শীর্ষ দুই ক্লাবের মধ্যে এতো ব্যবধান ইতিহাসে এবারই প্রথম। রিয়াল এবং ম্যানসিটির মধ্যে রাজস্ব আয়ের ব্যবধান ২০ কোটি ৮ লাখ ইউরো।
শীর্ষ ১০ ক্লাবের তালিকায় ইংলিশ প্রিমিয়ার লিগেরই আধিপত্য। বিশ্বের সবচেয়ে প্রতিযোগিতাপূর্ণ লিগ খ্যাত এই লিগের ৬টি ক্লাব আছে সেরা ১০-এ। সপ্তম স্থানে আর্সেনাল (৭১ কোটি ৬৫ লাখ ইউরো), লিভারপুল (৭১ কোটি ৪৭ লাখ ইউরো), টটেনহ্যাম (৬১ কোটি ৫ লাখ ইউরো) ও চেলসি (৫৪ কোটি ৫৫ লাখ ইউরো)। শীর্ষে ২০-এ প্রিমিয়ার লিগের ক্লাবের সংখ্যা ৯টি।
শীর্ষে দশে স্পেনের দুটি, ফ্রান্সের একটি এবং জার্মানির একটি করে ক্লাব জায়গা পেয়েছে। ম্যানচেস্টার ইউনাইটেড চতুর্থ স্থানে উঠে এলেও বার্সা নেমে গেছে ছয়ে। নিজেদের স্টেডিয়াম ক্যাম্প ন্যু সংস্কার করায় সেখান থেকে আপাতত সরে গিয়ে অলিম্পিক স্টেডিয়ামকে ঘরের মাঠ বানিয়েছে বার্সা। ম্যাচ ডেতে সেখান থেকে বার্সার আয় তুলনামূলক কমে গেছে।
ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যু সংস্কার করায় ম্যাচ ডেতে রিয়ালের আয় দ্বিগুণ হয়েছে (২৪ কোটি ৮০ লাখ ইউরো)। ৮০ হাজার দর্শক ধারণক্ষমতার এই স্টেডিয়ামে বিরুদ্ধে শব্দদূষনের অভিযোগ রয়েছে। যে কারণে এই স্টেডিয়ামে আপাতত কনসার্ট আয়োজন বন্ধ রেখেছে রিয়াল।
মানি লিগে ২০টি ক্লাবের ম্যাচ ডে থেকে আয় বেড়েছে ১১ শতাংশ। তবে টানা দ্বিতীয়বারের মতো বাণিজ্যিক খাত থেকেই সবচেয়ে বেশ আয় করেছে ক্লাবগুলো। মোট আয়ের ৪৪ শতাংশই এসেছে এই খাত থেকে। সম্প্রচার খাত থেকে ক্লাবগুলোর আয় ৪৩০ কোটি ইউরো।
রিয়াল ১০০ কোটি ইউরোর বেশি আয়ের ২৪ কোটি ৮০ লাখ আয় করেছে ম্যাচ ডে থেকে, সম্প্রচার স্বত্ব থেকে আয় করেছে ৩১ কোটি ৬০ লাখ ইউরো এবং বাণিজ্যিক খাত থেকে এসেছে ৪৮ কোটি ২০ লাখ ইউরো। ম্যাচ ডে থেকে আয়ের ক্ষেত্রে বাকিদের চেয়ে অনেক এগিয়ে রিয়াল। এই খাতে দ্বিতীয় সেরা পিএসজির আয় ১৭ কোটি ইউরো।
(ঢাকাটাইমস/২৩ জানুয়ারি/এনবিডব্লিউ)

মন্তব্য করুন