অস্ট্রেলিয়ান ওপেন: সেমিফাইনালের মাঝপথে সরে দাঁড়ালেন জোকোভিচ

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ জানুয়ারি ২০২৫, ১৫:১৫
অ- অ+

অস্ট্রেলিয়ান ওপেনে শুক্রবার (২৪ জানুয়ারি) প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয়েছিলেন আলেক্সান্দার জভেরেভ ও নোভাক জোকোভিচ। প্রথম সেটের হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ৭–৬ (৭/৫) গেমে হেরে যান জোকোভিচ।

প্রথম সেটে হারের পর হ্যামস্ট্রিংয়ের চোটে অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনাল থেকে সরে দাঁড়ালেন নোভাক জোকোভিচ। সার্বিয়ান এই কিংবদন্তি ম্যাচ থেকে নিজেকে প্রত্যাহার করে নেওয়ায় প্রথমবারের মতো অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠেছে জার্মান তারকা জভেরেভ।

জভেরেভের সঙ্গে প্রথম সেটে লড়াইয়ের সময়েই বাঁ পায়ের সমস্যায় ভুগছিলেন জোকোভিচ। তবে কেউ ভাবতে পারেনি প্রথম সেট শেষেই ইনজুরির কাছে হার মেনে যাবেন জোকো। যখন ব্যাগ গুছিয়ে বিদায় নিচ্ছিলেন জোকো, তখন দর্শকরা তাকে দুয়ো দিচ্ছিল।

জোকো যখন প্রথম সেট হারের পরই প্রত্যাহার করেন ম্যাচ, তখন জার্মান তারকা জভেরেভেরও বিশ্বাস হচ্ছিল না। ফাইনালে উঠে জভেরেভ বলেন, ‘সবার আগে যে কথাটা বলতে চাই, দয়া করে চোটের কারণে কোনো খেলোয়াড় সরে দাঁড়ালে তাকে দুয়ো দেবেন না। জানি সবাই অর্থ খরচ করে টিকিট কিনেছেন এবং পাঁচ সেটের দারুণ ম্যাচ দেখতে চান সবাই। কিন্তু আপনাদের এটাও বুঝতে হবে গত ২০ বছর ধরে নোভাক জোকোভিচ টেনিসকে সর্বস্ব নিংড়ে দিয়েছেন। তিনি এই টুর্নামেন্ট তলপেটের চোট নিয়ে জিতেছেন, হ্যামস্ট্রিংয়ের চোট নিয়ে জিতেছেন। তার এই ম্যাচে খেলা চালিয়ে যেতে না পারার অর্থ হলো, সত্যি সত্যিই সেটা অসম্ভব।’

জোকোভিচ সর্বশেষ গ্র্যান্ড স্লাম জিতেছেন ২০২৩ সালের ইউএস ওপেনে। এরপর সাতটি গ্র্যান্ড স্লাম থেকে ফিরেছেন খালি হাতে।

এদিকে ইয়ানিক সিনার ও বেন শেলটনের মধ্যে হবে দ্বিতীয় সেমিফাইনাল। এই ম্যাচে জয়ী খেলোয়াড় মুখোমুখি হবেন জভেরেভের।

(ঢাকাটাইমস/২৩ জানুয়ারি/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাবেক এমপি শেখ হেলালের ব্যক্তিগত সহকারী মুরাদ বিমানবন্দরে গ্রেপ্তার
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৫তম জাতীয় সমাবেশ আজ
লাইটার জাহাজ সংকট কাটাতে মোবাইল কোর্ট পরিচালনার উদ্যোগ 
বিমানবন্দরে প্রবাসীর অর্থ লোপাট, আটক ২
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা