বিপিএলে চট্টগ্রাম পর্ব শেষে পয়েন্ট টেবিলে কোন দল কোন অবস্থানে

গত ৩০ ডিসেম্বর পর্দা উঠেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ-বিপিএলের ১১তম আসরের। যেখানে অংশ নিয়েছে সাতটি দল। তিন ভেন্যুতে অনুষ্ঠিত হবে এবারের বিপিএল। ঢাকার প্রথম পর্ব শেষে সিলেট ও চট্টগ্রাম শেষে আবারও শুরু হচ্ছে বিপিএলের ঢাকা পর্ব।
রবিবার (২৬ জানুয়ারি) থেকে শুরু হবে ঢাকার দ্বিতীয় পর্বের খেলা। বিপিএলের চট্টগ্রাম পর্ব শেষে জমে উঠেছে প্লে-অফের লড়াই। রংপুর বাদে বাকি শীর্ষ চারে জায়গা পেতে লড়বে ৬ দল। ঢাকার দ্বিতীয় পর্বের খেলা শুরুর আগে জেনে নেওয়া যাক দলগুলোর পয়েন্ট টেবিলের অবস্থান।
বন্দরনগরীতে বরাবরই মাঠের ক্রিকেট হিট। ধারাবাহিকতা ছিলো এবারও। সাগরিকায় ব্যাটে-বলে মারকাটারি টি-টোয়েন্টির আমেজ। ১৬-২৩ জানুয়ারি চট্টগ্রাম পর্বে অনুষ্টিত হয় ১২ ম্যাচ।
বিপিএলের তৃতীয় পর্বে অংশগ্রহণকারী সাতটি দল অন্তত ৮টি করে ম্যাচ খেলেছে। তবে ১০টি করে ম্যাচ খেলেছে দুটি দল। তারা হলো- দুর্বার রাজশাহী ও ঢাকা ক্যাপিটালস। ৯টি করে ম্যাচ খেলেছে খুলনা টাইগার্স, চিটাগং কিংস, সিলেট স্ট্রাইকার্স। একমাত্র ৮টি ম্যাচ খেলেছে ফরচুন বরিশাল।
এই চট্টগ্রাম এসেই চলতি আসরে নিজেদের প্রথম হারের স্বাদ পায় রংপুর। তবে প্রথম হারের স্বাদ পেলেও নুরুল হাসান সোহানের দল আসরের ৯ ম্যাচ খেলে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে।
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল চট্টগ্রাম পর্ব শেষে পয়েন্ট টেবিলে একধাপ এগিয়ে গিয়েছে। ৮ ম্যাচ খেলে ছয় জয় আর দুই হারে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নাম্বারে অবস্থান করছে বরিশাল।
একধাপ পিছিয়ে টেবিলের তিনে অবস্থান করছে চট্টগ্রাম কিংস। ৯ ম্যাচ খেলে তারা জয় পেয়েছে ৫ ম্যাচে। হেরেছে ৪ টিতে। যার ফলে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের তিন নাম্বারে অবস্থান করছে বন্দরনগরীর দলটি।
পয়েন্ট টেবিলে নিজেদের চার নাম্বার স্থান ধরে রেখেছে মেহেদী হাসান মিরাজের খুলনা টাইগার্স। ৯ ম্যাচে তাদের জয় চারটিতে। ৮ পয়েন্ট নিয়ে টেবিলের চার নাম্বার জায়গা ধরে রেখেছে খুলনা।
এবারের আসরে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ম্যাচে খেলে ফেলেছে দুর্বার রাজশাহী ও ঢাকা ক্যাপিটালস। তবে বেশি ম্যাচে খেললেও তাদের হারের পাল্টাটা বেশি। ৬ হার ও ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের ঞ্চম স্থানে রয়েছে দুর্বার রাজশাহী।
সবচেয়ে বেশি ম্যাচ খেলা আরেক দল ঢাকার অবস্থাও ভালো না। ১০ ম্যাচে ৩ জয় ও ৭ হারে ৬ পয়েন্টর নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে রয়েছে শাকিব খানের দল।
মাঠ বদল হলেও ভাগ্য বদল হয়নি সিলেটের। টানা হারে ক্ষত-বিক্ষত সিলেট স্ট্রাইকার্স ৯ ম্যাচে ২ জয় ও ৭ হারে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তম স্থানে অবস্থান করছে।
আগামী রবিবার (২৬ জানুয়ারি) থেকে শুরু হবে ঢাকার দ্বিতীয় ও শেষ পর্ব। এদিন দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ফরচুন বরিশাল ও সিলেট স্ট্রাইকার্স। দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দুর্বার রাজশাহী ও রংপুর রাইডার্স। ৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে গ্রুপ পর্ব, এলিমিনেটর, কোয়ালিফায়ার ও ফাইনাল ম্যাচ হবে যথাক্রমে ৩, ৫ ও ৭ মার্চ।
(ঢাকাটাইমস/২৩ জানুয়ারি/এনবিডব্লিউ)

মন্তব্য করুন