বিপিএল: চট্টগ্রাম পর্ব শেষে রান ও উইকেট শিকারীর শীর্ষে যারা

গত ৩০ ডিসেম্বর পর্দা উঠেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ-বিপিএলের ১১তম আসরের। যেখানে অংশ নিয়েছে সাতটি দল। ঢাকা, সিলেট, চট্টগ্রাম হয়ে বিপিএল আবার ফিরেছে ঢাকায়। লিগ পর্বের ৪২ ম্যাচের মধ্যে ইতিমধ্যে ৩২টি ম্যাচ সম্পন্ন হয়েছে। লিগ পর্বের শেষ ১০টি ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী রবিবার থেকে শনিবার পর্যন্ত মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
বিপিএলের তৃতীয় পর্বে অংশগ্রহণকারী সাতটি দল অন্তত ৮টি করে ম্যাচ খেলেছে। তবে ১০টি করে ম্যাচ খেলেছে দুটি দল। তারা হলো- দুর্বার রাজশাহী ও ঢাকা ক্যাপিটালস। ৯টি করে ম্যাচ খেলেছে খুলনা টাইগার্স, চিটাগং কিংস, সিলেট স্ট্রাইকার্স। একমাত্র ৮টি ম্যাচ খেলেছে ফরচুন বরিশাল। চট্টগ্রাম পর্ব প্রথমবারের মতো হারের স্বাদ পাওয়া রংপুর রাইডার্স পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে ফরচুন বরিশাল। এরপরের দুটি স্থান চিটাগং ও খুলনার।
নুরুল হাসান সোহানের দল আসরের ৯ ম্যাচ খেলে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বরিশাল ৮ ম্যাচ থেকে ৬ জয় নিয়ে টেবিলের দুইয়ে অবস্থান করছে। টেবিলের তিনে অবস্থান চিটাগং কিংসের। তারা ৯ ম্যাচ থেকে ৫ জয় ও ৪ হারে ১০ পয়েন্ট সংগ্রহ করেছে। সমান ম্যাচ সমান ৪ জয় ও ৫ পরাজয় নিয়ে ৮ পয়েন্ট ঝুলিতে পুরে চারে অবস্থান করছে খুলনা টাইগার্স। যারা চট্টগ্রাম পর্বের শেষ ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ৬ উইকেটের জয় তুলে নিয়েছে।
দশ ম্যাচ থেকে ৬ হার ও ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে রয়েছে দুর্বার রাজশাহী। ঢাকা ক্যাপিটালস ১০ ম্যাচে ৩ জয় ও ৭ হারে ৬ পয়েন্টর নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে রয়েছে। সিলেট স্ট্রাইকার্স ৯ ম্যাচে ২ জয় ও ৭ হারে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তম স্থানে অবস্থান করছে।
এদিকে চট্টগ্রাম পর্ব শেষে ব্যাটে-বলে শীর্ষ পাঁচে বাংলাদেশিদের জয়জয়কার। বোলিংয়ের শীর্ষ পাঁচের ৩ জনই বাংলাদেশি। শীর্ষ দশ হিসেব করলে বাংলাদেশের রয়েছেন ৭ জন। অন্যদিকে ব্যাটিংয়ের শীর্ষ পাঁচের চারজন বাংলাদেশি। শীর্ষ দশ হিসেব করলে ৭ জন বাংলাদেশি।
ব্যাটিংয়ের শীর্ষ ৫ এ রয়েছেন যারা
তানজিদ হাসান তামিম (ঢাকা ক্যাপিটালস), ১০ ম্যাচ ৪২০ রান, সর্বোচ্চ ১০৮ রান।
এনামুল হক বিজয় (দুর্বার রাজশাহী), ১০ ম্যাচ ৩৭৯ রান, সর্বোচ্চ অপরাজিত ১০০ রান।
লিটন দাস (ঢাকা ক্যাপিটালস), ৯ ম্যাচ ৩৪৮ রান, সর্বোচ্চ অপরাজিত ১২৫ রান।
জাকির হাসান (সিলেট স্ট্রাইকার্স), ৯ ম্যাচ ৩৪২ রান, সর্বোচ্চ অপরাজিত ৭৫ রান।
গ্রাহাম ক্লার্ক (চিটাগং কিংস), ৮ ম্যাচ ৩৩৫ রান, সর্বোচ্চ ১০১ রান।বোলিংয়ের শীর্ষ ৫ এ রয়েছেন যারা
তাসকিন আহমেদ (দুর্বার রাজশাহী), ১০ ম্যাচ ২২ উইকেট, সেরা বোলিং ৭/১৯।
আকিফ জাভেদ (রংপুর রাইডার্স), ৭ ম্যাচ ১৫ উইকেট, সেরা বোলিং ৪/৩২।
আবু হায়দার রনি (খুলনা টাইগার্স), ৮ ম্যাচ ১৫ উইকেট, সেরা বোলিং ৪/৪৪।
খুশদিল শাহ (রংপুর রাইডার্স), ৯ ম্যাচ ১৪ উইকেট, সেরা বোলিং ৩/১৮।
আলিস আল ইসলাম (চিটাগাং কিংস), ৮ ম্যাচ ১২ উইকেট, সেরা বোলিং ৩/১৭।(ঢাকাটাইমস/২৩ জানুয়ারি/এনবিডব্লিউ)

মন্তব্য করুন