শহীদ চান্দু স্টেডিয়ামের সংস্কার ও আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের দাবিতে মানববন্ধন  

বগুড়া প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ জানুয়ারি ২০২৫, ১৯:০৬
অ- অ+

শহীদ চান্দু স্টেডিয়ামের সংস্কার ও আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের দাবিতে বগুড়ায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্পোর্টস রিপোর্টার্স অ্যাসোসিয়েশন।

শনিবার দুপুরে শহরের সাতমাথায় এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

সাংবাদিক, ক্রীড়াবিদ, সংগঠকসহ বগুড়ার বিভিন্ন শ্রেণি পেশার বিপুল সংখ্যক মানুষ মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধনে সংগঠনের সভাপতি মোস্তফা মোঘলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তারা বলেন, পতিত ফ্যাসিবাদী সরকার গত ১৭ বছর দেশের সেরা উইকেট সমৃদ্ধ শহীদ চান্দু স্টেডিয়ামের প্রতি চরম অবিচার ও বৈষম্য করেছে। রাজনৈতিক প্রতিহিংসার কারণে কোন আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ আয়োজন করেনি। ফলে স্টেডিয়ামের আউটফিল্ড, গ্যালারিসহ সব অবকাঠামোয় মরিচা ধরেছে। আবারও আন্তর্জাতিক ভেন্যুর মর্যাদা ফিরে পেতে অতিদ্রুত সংস্কার প্রয়োজন। প্রয়োজনীয় সংষ্কারের মাধ্যমে পুনরায় আন্তর্জাতিক মর্যাদা ফিরে পেতে অবিলম্বে ক্রীড়া উপদেষ্টাকে স্টেডিয়াম পরিদর্শনের দাবি জানানো হয়।

মানববন্ধনে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক এইচ আলিম।

এসময় বক্তব্য দেন বিসিবির সাবেক পরিচালক ও বগুড়া জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক এম আর সিদ্দিক লেমন, বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির ক্রীড়া সম্পাদক সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল, বিএফইউজে’র নির্বাহী সদস্য মির্জা সেলিম রেজা, বগুড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি রেজাউল হাসান রানু, বগুড়া প্রেসক্লাবের সদস্য সচিব সবুর শাহ লোটাস, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাবেক সভাপতি সৈয়দ ফজলে রাব্বি ডলার, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাধারণ সম্পাদক এস এম আবু সাঈদ, বাংলাদেশ সাংবাদিক সংস্থার সভাপতি মমিনুর রশীদ শাইন, বগুড়া শহর জামায়াতের যুব ও ক্রীড়া সম্পাদক আব্দুস ছালাম তুহিন, বাফুফের কাউন্সিলর খাজা আবু হায়াত হিরু, জাতীয় নাগরিক কমিটির বগুড়া জেলা সমন্বয়ক আব্দুল্লাহিত ত্বাকী, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাবেক সভাপতি মতিউল ইসলাম সাদী প্রমুখ।

(ঢাকা টাইমস/২৫জানুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
১৭ বছর পর মায়ের ছোঁয়া পেলেন ডা. জোবাইদা রহমান 
আ.লীগ প্রতিরোধে ৩৫ সংগঠনের ‘জুলাই ঐক্য’-এর আত্মপ্রকাশ
রাজনৈতিক ঐকমত্য ছাড়া বড় ধরনের সংস্কার বাস্তবায়ন করা হবে না
গুম-ক্রসফায়ার আতঙ্ক নিয়ে রাজপথে থেকেছি, ৮০’র অধিক মামলা খেয়েছি: বিএনপি নেতা সাজু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা