আহত মধুপুর পীরের শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে কায়কোবাদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ জানুয়ারি ২০২৫, ১৯:০২
অ- অ+

সড়ক দুর্ঘটনায় আহত মধুপুর পীর আল্লামা আব্দুল হামীদ সাহেবের শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে ছুটে গেলেন সাবেক ধর্ম প্রতিমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। এসময় দেশবাসীর কাছে পীর সাহেবের সুস্থতার জন্য দোয়া চেয়েছেন তিনি।

গত ২২ জানুয়ারি (বুধবার) রাতে নরসিংদীর মাধবদীতে ভয়াবহ সড়ক দূর্ঘটনায় হন মধুপুর পীর সাহেব ঘটে।

শনিবার রাজধানীর ধুপখোলায় অবস্থিত আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন এই পীরের খোঁজ নিতে যান বিএনপির এই নেতা। এসময় তার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে তিনি কুশলাদি বিনিময় করেন এবং সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

কায়কোবাদ বলেন, উনি আমাদের মাথার তাজ, আমাদের মুরুব্বি। উনি আমাদের জন্য অনেক বড় নেয়ামত আল্লাহর পক্ষ থেকে। উনাকে এই অবস্থায় দেখে আমার হৃদয় কাঁদে। এই বয়সে এতবড় দুর্ঘটনা! আল্লাহ ওনাকে নেক হায়াত দান করুন। উনি এবং ওনার পরিবার দীর্ঘ ১৫-১৬ বছর অনেক অন্যায় অত্যাচার সহ্য করেছে। আল্লাহ ওনাকে রহম করুন। আপনারা সকলে ওনার সঙ্গে জন্য দোয়া করবেন।

মধুপুর পীরের খবর নেয়া শেষে লালবাগে শাহী মসজিদে পাশে শায়িত লালবাগ মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মুজাহিদে মিল্লাত মুফতি ফজলুল হক আমিনীর কবর জিয়ারত করেন এই বিএনপি নেতা। এ সময় মাদ্রাসায় নেতৃবৃন্দরা তাকে অভ্যর্থনা জানান।

এসময় ইসলামী ঐক্য জোটের ভাইস চেয়ারম্যান মাওলানা জুবায়ের আহমদ, মহাসচিব মুফতি সাখাওয়াত হোসেন রাজী, সফরসঙ্গী হিসেবে ছিলেন কারা নির্যাতিত নেতা হেফাজত ইসলামের প্রচার সম্পাদক মাওলানা গাজী ইয়াকুব ওসমানী উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২৫জানুয়ারি/জেবি/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আরজে থেকে পর্দার হাসিনা যেভাবে নায়িকা হলেন নুসরাত ফারিয়া
জয়পুরহাটে গরু চোরাচালান ঠেকাতে সীমান্তে কঠোর অবস্থানে বিজিবি
নীলফামারীতে ইটবোঝাই ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
হত্যাচেষ্টা মামলায় কারাগারে নুসরাত ফারিয়া
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা