নায়িকা নিঝুম রুবিনাকে নিয়ে পালানোর চেষ্টা, উবারচালক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ জানুয়ারি ২০২৫, ১৮:৩৪
অ- অ+

রাইড শেয়ারিং অ্যাপের গাড়িতে বনশ্রী থেকে ধানমন্ডি যাওয়ার পথে চিত্রনায়িকা নিঝুম রুবিনাকে নিয়ে পালানোর চেষ্টার অভিযোগে দায়ের করা মামলা গাড়িটির ড্রাইভার মো. রকিকে গ্রেপ্তার করেছে রামপুরা থানা পুলিশ।

রবিবার রাজধাবীর বাড্ডা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ তালেবুর রহমান।

গত মঙ্গলবার দুপুরে রুবিনার সঙ্গে অপ্রীতিকর ঘটনাটি ঘটে। রাতেই ফেসবুকে এক পোস্টের মাধ্যমে বিষয়টি জানান তিনি। পাশাপাশি ভিডিও বার্তায়ও সেই ভয়াবহ ঘটনার কথা মনে করে কাঁদতে দেখা যায় তাকে।

ঘটনার বর্ণনা দিয়ে ওই পোস্টে রুবিনা লেখেন, ‘আমার স্বামী গ্রামের বাড়ি গিয়েছে। যে কারণে নিজের গাড়ি রেখেই বের হতে হয়। কারণ আমি ড্রাইভিং পারি না। যে কারণে রাইড শেয়ারিং উবারে কল করি বনশ্রী থেকে ধানমন্ডি যাব। চালক হাতিরঝিলে উঠে সরাসরি ধানমন্ডির রোডে না ঢুকে গুলশানের দিকে প্রবেশ করেন। জানতে চাইলে বলেন, আপনার লোকেশনেই যাচ্ছি, চুপ থাকেন।

‘মঙ্গলবার রাস্তা ফাঁকা, তারপরও সে গুলশান রোডে ঢুকেছে। তখন তার গাড়ির স্পিড প্রায় ৮০ থেকে ১০০। অনেক হাই স্পিডে গাড়ি টেনে যাচ্ছিল। বিষয়টি আমার কাছে সন্দেহ লাগে। তাকে বলি, আমাকে এখানেই নামিয়ে দেন। তখন সে আমাকে বলল, চুপ থাক। কোনো কথা বলবি না। তারপর আমি গাড়ির গ্লাস খুলে বাঁচাও বাঁচাও করে চিৎকার শুরু করি। কারও সাড়া পাইনি। একটা পর্যায়ে গাড়ির গতি একটু কম মনে হলে লাফ দিয়ে গাড়ি থেকে নেমে যাই’, যোগ করেন রুবিনা।

প্রসঙ্গত, নির্মাতা জাকির হোসেন রাজু পরিচালিত ‘এর বেশি ভালোবাসা যায় না’ সিনেমা দিয়ে ২০১৩ সালে চলচ্চিত্রে পথচলা শুরু নিঝুম রুবিনার। এরপর ‘অনেক সাধনার পরে’, ‘মেঘকন্যা’, ‘বেসামাল’, ‘লিপস্টিক’সহ বেশকিছু সিনেমায় দেখা গেছে তাকে।

(ঢাকাটাইমস/২৬জানুয়ারি/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইউক্রেনকে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেবেন ট্রাম্প
আজই পুতুলের সূচনা ফাউন্ডেশন ও জয়ের সিআরআই-এর নথি চায় দুদক
মৃত ব্যক্তি নেপচুন ল্যান্ডের পরিচালক! ইউনাইটেড গ্রুপের আরও এক ভয়াবহ জাল জালিয়াতির ঘটনা উদঘাটন
ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি সুজন গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা