মির্জাপুরে মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ ৬ শিক্ষার্থীকে সংবর্ধনা 

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ জানুয়ারি ২০২৫, ২০:০৮
অ- অ+

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা থেকে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ ছয় মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের সংবর্ধনার আয়োজন করা হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

এ সময় সংবর্ধিত ছয় শিক্ষার্থীকে রজনী গন্ধার স্টিক ও ক্রেস্ট দিয়ে বরণ করে নেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ.বি.এম আরিফুল ইসলাম।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার ছারহা নাহিন, উপজেলা শিক্ষা অফিসার জান্নাতুল ফেরদৌস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কহিনুর রহমান, প্রেসক্লাব সভাপতি শামসুল ইসলাম সহিদ, ভাতগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাহারুল ইসলাম, তরফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজ রেজা, লতিফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হোসেন রনি প্রমুখ।

সংবর্ধিত ছয় শিক্ষার্থীরা হলেন, জাতীয় মেধা তালিকায় পঞ্চম ও ঢাকা বিভাগে প্রথম স্থান অর্জনকারী উপজেলা সদরের বাইমহাটি গ্রামের শাজাহান সিরাজের মেয়ে সুমাইয়া জাহান। সে ঢাকা মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। এছাড়া জাতীয় মেধা তালিকায় ৬৪তম স্থান অর্জনকারী উপজেলার তরফপুর ইউনিয়নের পাথরঘাটা গ্রামের এস এম ফারুক আহমেদের মেয়ে ফাহমিদা আহমেদ ঐশী। সে ঢাকা মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। জাতীয় মেধা তালিকায় ১৮৫৭তম স্থান অর্জনকারী উপজেলার গোড়াই ইউনিয়নের মীর দেওহাটা গ্রামের রাসেল মল্লিকের মেয়ে রুনা আক্তার। রুনা এমএজি ওসমানী মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। জাতীয় মেধা তালিকার ১০৬১তম স্থান অর্জনকারী শিক্ষার্থী উপজেলার ফতেপুর ইউনিয়নের কুর্নী গ্রামের মো. আনিছুর রহমানের মেয়ে সীমা আক্তার। সে টাঙ্গাইল মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন।

জাতীয় মেধা তালিকার ৫১৫০ তম স্থান অর্জনকারী উপজেলার ফতেপুর ইউনিয়নের হাতকুড়া গ্রামের মো. হাসেম আলী সিকাদরের মেয়ে দিলারা হাসেম মৌ। সে সুনামগঞ্জ মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন ও জাতীয় মেধা তালিকায় ৩৭৪২তম স্থান অর্জনকারী উপজেলার আজাগানা ইউনিয়নের কুড়িপাড়া গ্রামের মোহাম্মদ বেলায়েত হোসেনের ছেলে মো. মেহেদী হাসান। সে নোয়াখালী মেডিকেল কলেজ ভর্তির সুযোগ পেয়েছেন।

(ঢাকা টাইমস/২৮জানুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাঙ্গুনিয়ার প্রবীণ আলেমে দ্বীন হাফেজ মাওলানা রুহুল আমিন আর নেই
ট্রেনে ঈদযাত্রা: আজ বিক্রি হচ্ছে ২৯ মার্চের টিকিট
গ্রেনেড হামলা মামলা: তারেক রহমানসহ সব আসামি খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল
যশোরের ঝিকরগাছায় অ্যাম্বুলেন্স ও ভ্যানের সংঘর্ষে নিহত ৩
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা