পুরোনো সড়ক পুনরুদ্ধারে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার গোলড়া গ্রামের বাসিন্দারা তাদের পুরোনো একটি সড়ক পুনরুদ্ধারের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছেন। এতে মহাসড়কের দুই পাশে কয়েক কিলোমিটার জুড়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে। বুধবার (২৯ জানুয়ারি) বেলা সোয়া ১১টার দিকে শত শত গ্রামবাসী মহাসড়কে অবস্থান নেন এবং একপর্যায়ে সড়ক অবরোধ করেন।
সড়ক পুনরুদ্ধারের দাবিতে গ্রামবাসীরা তারাসিমা অ্যাপারেলস ও পেয়াল ইঞ্জিনিয়ারিংয়ের প্রধান ফটকের সামনে মহাসড়কে অবস্থান নেন। এ ঘটনায় স্থানীয় প্রশাসন, কোম্পানির প্রতিনিধি ও গ্রামবাসীদের মধ্যে দফায় দফায় আলোচনা চলছে।
অবরোধকারীরা জানান, যতক্ষণ না তাদের সড়ক পুনরুদ্ধার করা হবে, ততক্ষণ তারা মহাসড়ক ছাড়বেন না। প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হলেও এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুল ইসলাম বলেন, ‘বেলা সোয়া ১১টা থেকে গোলড়া গ্রামের মানুষ মহাসড়কে অবস্থান নেয়, এতে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। দুই পক্ষের সঙ্গে আলোচনা চলছে, আশা করি দ্রুত সমাধান হবে।’
(ঢাকাটাইমস/২৯জানুয়ারি/মোআ)

মন্তব্য করুন