টেকনাফে দুর্ধর্ষ সন্ত্রাসী মোজো আলম অস্ত্রসহ আটক

কক্সবাজার প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৯ জানুয়ারি ২০২৫, ১৫:১৯
অ- অ+

টেকনাফের শাহপরীর দ্বীপ থেকে দুর্ধর্ষ সন্ত্রাসী মোজো আলমকে অস্ত্রসহ আটক করেছে কোস্ট গার্ড।

আজ বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক তথ্য জানান।

লেফটেন্যান্ট কমান্ডার বলেন, তারা গোয়েন্দা সূত্রে জানতে পারেন টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের পূর্বপাড়া এলাকায় একজন সশস্ত্র সন্ত্রাসী অবস্থান করছে। এরপর কোস্ট গার্ডের একটি দল মঙ্গলবার দিবাগত রাতে সেখানে অভিযান পরিচালনা করে। বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে দুর্ধর্ষ সন্ত্রাসী মোজা আলমকে (২৭) আটক করে আভিযানিক দল। এ সময় তার কাছে একটি নাইন এমএম বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন রাউন্ড তাজা গুলি পাওয়া যায়।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য মোজো আলমকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয় বলে জানান কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা।

(ঢাকাটাইমস/২৯জানুয়ারি/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নির্বাচিত সরকার ছাড়া কেউই সংস্কার করতে পারবে না: জিএম কাদের
পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি নাজমুল করিম, সম্পাদক আনিসুজ্জামান
ঢাকার যানজটের অপ্রতিরোধ্য প্রভাব-যন্ত্রণা এবং তার সমাধান
মানবিক করিডোর দেওয়ার সিদ্ধান্ত দেবে নির্বাচিত সংসদ: তারেক রহমান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা