শিশু হত্যার বিচার চেয়ে বিএম কলেজ শিক্ষার্থীদের মানববন্ধন

বরিশাল ব্যুরো, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৯ জানুয়ারি ২০২৫, ১৮:২৯
অ- অ+

বরিশালের গৌরনদীতে জমিজমা বিরোধকে কেন্দ্র করে শিশু সাফওয়ান হত্যার বিচার চেয়ে বরিশালে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বিএম কলেজ শিক্ষার্থীরা।

বুধবার দুপুরে নগরীর বিএম কলেজ রোডে কলেজ গেটে এই মানববন্ধন হয়। এসময় শিক্ষার্থীরা মামলার সব আসামিকে গ্রেপ্তার ও দ্রুত বিচারের দাবি জানান। হত্যার শিকার হওয়া শিশু ঢাকা থেকে দাদা বাড়িতে বেড়াতে এসেছিল।

মানববন্ধনে বক্তৃতা দেন, ইলিয়াস তালুকদার, রুম্মান হোসেন, জহির রায়হান, সাগর মৃধা প্রমুখ।

এসময় বক্তারা বলেন, জমিজমা বিরোধকে কেন্দ্র করে সাত বছরের শিশু সাফাওয়ানকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ঘটনার পর মামলা দায়ের হলেও সব আসামি আজ পর্যন্ত গ্রেপ্তার হয় নি। তাই সুষ্ঠু বিচার নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। এ কারণে অবিলম্বে হত্যায় জড়িতদের গ্রেপ্তার করে দ্রুত বিচার নিশ্চিতের দাবি জানান তারা।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুস মিয়া বলেন, হত্যার ঘটনায় চার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান তিনি।

প্রসঙ্গত. গত বুধবার দুপুরে খেলতে গিয়ে নিখোঁজ হয় শিশু সাফওয়ান। ১৬ ঘণ্টা পর গত বৃহস্পতিবার সকালে বাড়ির পেছনের একটি ডোবার পাশ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। শিশুটির চোখে ও কানে আঘাতের চিহ্ন থাকায় তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক ধারণা পুলিশের। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার হয়েছে মামলার চার আসামি।

(ঢাকাটাইমস/২৯জানুয়ারি/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ফরিদপুরে যৌথবাহিনীর অভিযানে গ্রেপ্তার ১৫
আখাউড়ায় সরকারি ভূমি দখলমুক্ত, জরিমানা
হিযবুত তাহরীরের সঙ্গে প্রশাসক এজাজের জড়িত থাকার অভিযোগ প্রসঙ্গে যা জানাল ডিএনসিসি
সিলেটে ইসলামী ব্যাংকের উদ্যোগে রেমিট্যান্স বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা