আমাদের হাতে কারও সম্পদের ক্ষতি হয়নি: ডা. শফিকুর রহমান

জয়পুরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩০ জানুয়ারি ২০২৫, ১৮:৪৫| আপডেট : ৩০ জানুয়ারি ২০২৫, ১৮:৪৬
অ- অ+

ছাত্র-জনতার অভ্যুত্থান ও পরবর্তী সময়ে জামায়াতে ইসলামী কারও সম্পদের ক্ষতি করেনি বলে দাবি করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ভবিষ্যতে তার দল ক্ষমতায় গেলে তারা জনগণের সম্পদের পাহারাদার হবেন।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিকেলে জয়পুরহাট সার্কিট হাউজ মাঠে জামায়াতের জয়পুরহাট জেলা শাখার কর্মী সম্মেলনে এ কথা বলেন তিনি।

জামায়াত আমির বলেন, ‘৫ আগস্ট প্রমাণ দিয়েছি আমরা আল্লাহকে ভয় করি। আমাদের হাতে কারও সম্পদ ক্ষতিগ্রস্ত হয়নি, লুণ্ঠনও হয়নি। আমরা কারও কাছ থেকে চাঁদা চাইনি, চাঁদা চাইবও না ইনশাআল্লাহ।’

জনগণের ভোটে জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে তাদের দায়িত্ব সম্পর্কে ডা. শফিকুর রহমান বলেন, ‘যদি কোনোদিন আল্লাহর রহমতে এবং আপনাদের (জনগণ) ভালোবাসায় জামায়াতে ইসলামী ক্ষমতায় আসে, তখন আমরা দেশের মালিক হব না, আমরা হব আপনাদের সম্পদের পাহারাদার, চৌকিদার।’

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান সরকারের উদ্দেশে বলেন, ‘প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচিত সরকারের হাতে দেশের দায়িত্বভার তুলে দিতে হবে। সংস্কারের জন্য যা সময় দরকার আমরা তা দিতে প্রস্তুত। তবে যেনতেন নির্বাচন বাংলাদেশের মানুষ আর মেনে নেবে না।’

জয়পুরহাট জেলা জামায়াতের আমির ডা. ফজলুর রহমান সাঈদের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য দেন বগুড়া অঞ্চলের টিম সদস্য আব্দুর রহিম, সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, বগুড়া শহর জামায়াতের আমির আবিদুর রহমান সোহেল, বগুড়া জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আব্দুল হক প্রমুখ।

(ঢাকাটাইমস/৩০জানুয়ারি/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর ২ সদস্য আটক
স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রশ্নে খালেদা জিয়া কখনো আপস করেননি: কাদের গনি চৌধুরী 
সুনামগঞ্জে পিকআপের ধাক্কায় শিশু নিহত
ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি ২১ মে শুরু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা