ট্র্যাব অ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক রণ

বিনোদন প্রতিবেদক
  প্রকাশিত : ৩১ জানুয়ারি ২০২৫, ১৫:২১| আপডেট : ৩১ জানুয়ারি ২০২৫, ১৫:২৮
অ- অ+

‘টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ (ট্র্যাব)’ কতৃক আয়োজিত দেশের অন্যতম ঐতিহ্যবাহী পুরস্কার ‘ট্র্যাব’। গতকাল রাজধানীর পাঁচ তারকা হোটেল ইন্টারকন্টিনেন্টালের ক্রিস্টাল বল রুমে অনুষ্ঠিত হয়ে গেলো এই পুরস্কারের ৩৪তম আসর। সিনেমা, গান, নাটক, ওটিটি, ফ্যাশন, সাংবাদিকতা আর বিজনেসে সফল ব্যক্তিদের সম্মানীত করা হয় এতে।

বিনোদন সাংবাদিকতায় সেরার পুরস্কার অর্জন করেছেন বার্তা২৪.কমের বিনোদন সম্পাদক আল মাসিদ (রণ)। তিনি বলেন, ‘কদিন আগে গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড আমার সাংবাদিকতা জীবনের ১৪ বছরের স্বীকৃতি হিসেবে পুরস্কৃত করেছে। তবে এবার ট্র্যাব অ্যাওয়ার্ড পেয়ে অন্য রকম ভালোলাগা কাজ করছে। কারণ, ট্র্যাব যখন বিনোদন দুনিয়ার মানুষদের কাজের স্বীকৃতি দেবার কথা ভেবেছিলো, তখন এ দেশে এমন আয়োজন হতো হাতে গোনা। টানা ৩৪ বছর ধরে ট্র্যাব সংস্কৃতিকর্মীদের অনুপ্রেরণা দেবার জন্য এই গুরুত্বপূর্ণ কাজটি করে আসছে নিষ্ঠার সঙ্গে। এমন একটি ঐতিহ্যবাহী সংগঠনের পুরস্কার পেয়ে আমি সত্যি গর্ববোধ করছি। আগামী দিনের কাজ দিয়ে এই পুরস্কারের মর্যাদা বহন করে চলতে চাই।’

এ বছর বিভিন্ন বিভাগে যারা ট্র্যাব অ্যাওয়ার্ড পেয়েছেন-

‘লোকাল’ সিনেমার জন্য সেরা অভিনেতা (চলচ্চিত্র) আদর আজাদ ও সেরা অভিনেত্রী (চলচ্চিত্র) বুবলী, ‘কাজলরেখা’ সিনেমার জন্য সেরা অভিনেত্রী (চলচ্চিত্র) রাফিয়াত রশিদ মিথিলা, ‘আফসোস’ নাটকের জন্য সেরা অভিনেতা (নাটক) খায়রুল বাসার, ধারাবাহিকের জন্য সেরা অভিনেত্রী (নাটক) রোজি সিদ্দিক, ‘বাস ট্রিপ’ নাটকের জন্য সেরা পরিচালক মহিদুল মহিম, ‘কালপুরুষ’ ওয়েব সিরিজের জন্য সেরা অভিনেতা (ওটিটি) এফএস নাঈম ও সেরা ব্রেকথ্রু পারফরমেন্স (ওটিটি) তানজিকা আমিন, ‘আন্তনগর’ ওয়েব ফিল্মের জন্য সেরা অভিনেত্রী (ওটিটি) রুনা খান, ‘গোলাম মামুন’ ওয়েব সিরিজের জন্য সেরা অভিনেত্রী (ওটিটি) সাবিলা নূর, সেরা গায়ক আভরাল সাহির, সেরা গায়িকা হোমায়েরা বশির ও আর্ণিক, ‘রিকশা গার্ল’ সিনেমার জন্য সেরা এক্সিকিউটিভি প্রোডিউসার মো আসাদুজ্জামান সকাল, সেরা ফ্যাশন ডিজাইনার সানায়া চৌধুরী, সেরা নৃত্য পরিচালক ইভান শাহরিয়ার সোহাগ, সেরা ফ্যাশন কোরিওগ্রাফার গৌতম সাহা, সেরা ব্র্যান্ড প্রোমোটার বারিশ হক, সেরা মেকাপ আর্টিস্ট আকলিমা খান ও তার ছেলে ওয়াসিফ খান নবাগত মডেল এবং সেরা প্রতিশ্রুতিশীল অভিনেত্রী সেমন্তী সৌমী।

এছাড়া অভিনয়ে বিশেষ অবদানের জন্য প্রখ্যাত চিত্রনায়িকা রোজিনা ও শিমলা, গানে বিশেষ অবদানের জন্য প্রখ্যাত সঙ্গীতশিল্পী ফেরদৌস আরা, ফাহমিদা নবী ও সায়েরা রেজা, সঙ্গীতপরিচালক ইথুন বাবু, সাংবাদিকতায় দুলাল খান এবং ফ্যাশন মডেলিংয়ে বুলবুল টুম্পাকে সম্মানীত করা হয়।

(ঢাকাটাইমস/৩১জানুয়ারি/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বৈষম্যবিরোধী ও এনসিপির আন্দোলনের মুখে পটিয়া থানার ওসি প্রত্যাহার
বাংলামোটরে এনসিপির জুলাই চিত্র প্রদর্শনীর গাড়িতে ককটেল বিস্ফোরণ
তাড়াশে সম্পত্তি লিখে নিয়ে বাবা-মাকে বাড়িছাড়ার অভিযোগ
সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা