আমেরিকায় ডেমোক্র্যাটিক পার্টির জাতীয় কমিটির ভাইস চেয়ার পদে লড়ছেন সিনেটর শেখ রহমান

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:২৫
অ- অ+

আমেরিকায় ডেমোক্র্যাটিক পার্টির জাতীয় কমিটির (ডিএনসি) ভাইস চেয়ারম্যান পদে প্রথম মুসলমান প্রার্থী হিসেবে ড়ৈছেন বাংলাদেশী-আমেরিকান সিনেটর (জর্জিয়া) শেখ রহমান।

গত ২৪ জানুয়ারি সাউথ ক্যারোলিনায় অনুষ্ঠিত পার্টির সর্বোচ্চ নীতি-নির্দ্ধারণী ফোরামে তিনি বলেছেন, এখন সময় হচ্ছে দলের নেতৃত্বে তার মতো লোকদের আসা। ট্রাম্পের মতো লোকেরা বারবার আসছেন এবং চলেও যাচ্ছেন। কিন্তু নেতৃত্বে এলে তার মতো বাদামি রংয়ের মানুষেরা, মুসলমানেরা কখনোই চলে যাবে না।

এসময় যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চল ও স্টেটের নেতৃবৃন্দ তুমুল করতালির মধ্যে সিনেটর শেখ রহমানকে স্বাগত জানান। তিনি বলেন, ‘গত নির্বাচনে ডেমক্র্যাটিক পার্টির বিপর্যয়ের মূল কারণগুলো খতিয়ে দেখতে হবে। শুধু হোয়াইট হাউজ আর ক্যাপিটল হিল নয়, স্টেট, সিটি ও কাউন্টি প্রশাসনেও ডেমোক্র্যাটিক পার্টির বিজয়ের পথ সুগম করতে কাজ করতে হবে।’

শেক রহমান বলেন, ‘আমি পার্টির ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হলে আগামী ৯০দিনের মধ্যে বিজয় নির্দ্ধারণী ৭টি স্টেটে গিয়ে আপামর মানুষের সঙ্গে মতবিনিময় করবো। সামনের দুবছরের মধ্যে সকল টেরিটরিসহ ৫০টি স্টেট ভ্রমণ করবো এবং ডেমক্র্যাটিক পার্টির প্রতি আমেরিকানদের আস্থার ভিত পুনপ্রতিষ্ঠায় কাজ করবো।’

‘ভোটারের নিরাপত্তা এবং অর্থনৈতিক সমৃদ্ধির পথ সুগম করতেও সুদূরপ্রসারি পরিকল্পনা জনসমক্ষে উপস্থাপন করতে হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে, ধর্ম-বর্ণ-জাতিগোষ্ঠির প্রতিনিধিত্বকারিরা নীতি-নির্দ্ধারণে অংশগ্রহণের অবাধ সুযোগ পেতে হবে, তাহলেই নাজুক অবস্থা থেকে ডেমক্র্যাটিক পার্টিকে উদ্ধার করা সহজ হবে।’

কিশোরগঞ্জের সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারের সন্তান শেখ রহমান ২০১৮ সাল থেকে ডিস্ট্রিক্ট-৫ আসনে জর্জিয়া স্টেট সিনেটর হিসেবে নির্বাচিত হয়ে আসছেন। এটা হচ্ছে তার চতুর্থ টার্মের দায়িত্ব।

১৯৮১ সালে যুক্তরাষ্ট্রে আসার পর আমেরিকান স্বপ্ন পূরণের অভিপ্রায়ে উচ্চশিক্ষায় মনোনিবেশ করেন এবং সেন্ট্রাল পাইডমন্ট কম্যুনিটি কলেজে ভর্তি হন। ১৯৯৫ সালে তিনি জর্জিয়া ইউনিভার্সিটি থেকে ব্যবসা প্রশাসনে স্নাতক ডিগ্রি অর্জন করেন।

কর্মজীবনে পেশাগত দক্ষতা প্রদর্শনের পাশাপাশি বসবাসকারি এলাকার বিভিন্ন ভাষা ও বর্ণের মানুষের সঙ্গে সম্পর্ক নিবিড় করতে সক্ষম হন। সেই পথ বেয়েই আফ্রিকান-আমেরিকান ও শ্বেতাঙ্গ আমেরিকান অধ্যুষিত এলাকা থেকে বারবার বিজয়ী হচ্ছেন।

স্পষ্টভাষী শেখ রহমানের স্ত্রী আফরোজ এবং এক পুত্র আঞ্জার ও এক কন্যা রাওদাকে নিয়ে নির্বাচনী এলাকাতেই স্থায়ীভাবে বাস করছেন। ডিএনসি নির্বাচনে বিজয়ের ব্যাপারে তিনি অত্যন্ত আশাবাদি।

(ঢাকাটাইমস/০১ফেব্রুয়ারি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নোয়াখালীতে আগুনে পুড়ে ৬ দোকান ছাই
গাজীপুরে ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে নারীসহ তিনজন নিহত
রাজধানীর দক্ষিণখানে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক
ট্রাম্পের আশাবাদ সত্ত্বেও কেন ইউক্রেনে যুদ্ধবিরতি অনিশ্চিত?
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা