৩০ জনে আটকে দিল ঢাকা-বরিশাল মহাসড়ক, যাত্রী ভোগান্তি

প্রতিদিনই ছোটখাটো গোষ্ঠীগত দাবিতেও এখন দেশের বিভিন্ন সড়ক-মহাসড়ক অবরোধের ঘটনা ঘটছে। এরই এক জ্বলন্ত উদাহরণ বরিশালে দেখা গেল আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি)। ৩০ জন ফল ব্যবসায়ী মিলে আটকে দিয়েছেন ঢাকা-বরিশাল মহাসড়ক।
মঙ্গলবার দুপুরে প্রায় দেড় ঘণ্টার অবরোধে সড়কের দুই পাশে আটকে পড়ে শত শত গাড়ি। ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
জানা যায়, বরিশাল সিটি কর্পোরেশনের বরাদ্দ দেওয়া স্টল পেতে বরিশাল নগরীর হাতেম আলী চৌমাথা এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেন ৩০ জন ফল ব্যবসায়ী।
বিক্ষোভকারী ফল ব্যবসায়ীদের দাবি, হাতেম আলী চৌমাথা এলাকায় বিসিসির নবনির্মিত স্টলে তাদের বরাদ্দকৃত জমি রয়েছে। সাবেক বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ খামখেয়ালি করে অন্যের লিজকৃত জমিতে স্টল করার পাঁয়তারা করেন। তখন তাদের বাধার মুখে তা করতে পারেননি তিনি। এখন সিটি কর্পোরেশনের কর্মকর্তারা জমির ফয়সাল না করে স্টল নির্মাণ করছেন।
চৌমাথা এলাকার ফল ব্যবসায়ী শহিদ বলেন, ‘এই বাজারের ৪০-৫০ জন ব্যবসায়ী জেলা পরিষদ থেকে জমি লিজ নেন। ওই জমির ওপর সিটি কর্পোরেশনের কর্মকর্তারা স্টল বানাচ্ছেন। আমাদের দাবি না মানা পর্যন্ত সড়ক অবরোধ চলবে।’
ঘণ্টা দেড়েক অবরোধ ও বিক্ষোভ মিছিল করে ওই ব্যবসায়ীরা পুলিশের সঙ্গে কথা বলে সড়ক ছাড়েন।
এ ব্যাপারে বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের ইন্সপেক্টর ডি এম বদরুল আলম বলেন, চৌমাথা এলাকার ওই ফল ব্যবসায়ীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়।
(ঢাকাটাইমস/৪ফেব্রুয়ারি/মোআ)

মন্তব্য করুন