চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আকস্মিক অবসরের ঘোষণা স্টয়নিসের

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৫৫
অ- অ+

আগামী ১৯ ফেব্রুয়ারি পর্দা উঠবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির। আসন্ন আসরকে সামনে রেখে শক্তিশালী দল ঘোষণা করেছিল অস্ট্রেলিয়া ক্রিকেট দল। তবে আসর শুরুর আগেই একের পর এক বড় ধাক্কা অস্ট্রেলিয়ান শিবিরে।

ইনজুরির কারণে দলের অধিনায়ক এবং পেস আক্রমণের দুই প্রধান অস্ত্র প্যাট কামিন্স এবং জশ হ্যাজেলউডের আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সম্ভাবনা ফিকে হয়ে গেছে। এবার মরার ওপর খাড়ার ঘা হয়ে এলো টুর্নামেন্টটির স্কোয়াডে থাকা আরেক খেলোয়াড়ের অবসরের ঘোষণা। হঠাৎ করে ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন অলরাউন্ডার মার্কাস স্টয়নিস।

অস্ট্রেলিয়ার হয়ে ৭১ অ্যাডেতে ২৬.৬৯ গড়ে ১৪৯৫ রান করেছেন স্টয়নিস। ২০১৭ সালে অকল্যান্ডে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলা ১৪৬ রানের ইনিংসটাই তার ক্যারিয়ার সেরা। বল হাতেও ৪৩.১২ গড়ে ৪৮ উইকেট শিকার করেছেন তিনি।

ওয়ানডে ফরম্যাট থকে অবসর নেয়ার পর এখন শুধু অস্ট্রেলিয়ার হয়ে টি-টোয়েন্টি ফরম্যাটেই পুরো মনযোগ ঢেলে দিতে চান স্টয়নিস।

অবসরের ঘোষণা দিয়ে তিনি বলেন, 'অস্ট্রেলিয়ার হয়ে ওয়ানডে খেলাটা একটা অবিশ্বাস্য যাত্রা ছিল এবং সবুজ-সোনালী জার্সি গায়ে জড়িয়ে কাটানো প্রতিটি মুহূর্তের জন্য আমি কৃতজ্ঞ। নিজের দেশকে সর্বোচ্চ পর্যায়ে প্রতিনিধিত্ব করতে পারাটা আমার আজন্মের স্বপ্ন ছিল।'

স্টয়নিস আরও বলেন, 'এই সিদ্ধান্ত (অবসরের ঘোষণা) নেয়াটা সহজ ছিল না, কিন্তু আমি বিশ্বাস করি এটাই ওয়ানডে থেক সরে দাঁড়ানোর সঠিক সময় এবং আমার ক্যারিয়ারের নতুন অধ্যায়ে পুরোপুরি মননিবেশ করার। রনের (অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড, অস্ট্রেলিয়ার কোচ) সঙ্গে দারুণ একটা সম্পর্ক গড়ে উঠেছে এবং আমি তার সমর্থনের আকণ্ঠ প্রশংসা করি। পাকিস্তানে আমি আমাদের ছেলেদের জন্য গলা ফাটাবো।'

স্টয়নিস ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপজয়ী দলের গুরুত্বপূর্ণ অংশ ছিলেন। পাকিস্তানের বিপক্ষে ম্যাচে বল হাতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন তিনি। টুর্নামেন্টে বাজে শুরুর পর এই ম্যাচ দিয়েই ঘুরে দাঁড়ানোর শুরু অস্ট্রেলিয়ার এবং কাপ জয়ের মধ্য দিয়েই যাত্রা শেষ হয়।

বিশ্বকাপের পর থেকে অবশ্য স্টয়নিস মাত্র একটি ওয়ানডে ম্যাচ খেলেছেন। এই মৌসুমের শুরুতে পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি খেলেন তিনি এবং গত বছর ক্রিকেট অস্ট্রেলিয়ার সবশেষ কেন্দ্রীয় চুক্তিতে তাকে রাখা হয়নি। তবে ক্যামেরন গ্রিনের অবর্তমানে তাকে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছিল।

স্টয়নিসের আগে ইনজুরির কারণে দল থেকে ছিটকে গেছেন আরেক অলরাউন্ডার মিচেল মার্শও। এছাড়া অধিনায়ক প্যাট কামিন্স এবং তার বোলিং পার্টনার জশ হ্যাজেলউডও সম্ভবত চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পারছেন না। সব মিলিয়ে কঠিন বিপদ অস্ট্রেলিয়ার সামনে।

(ঢাকাটাইমস/০৬ ফেব্রুয়ারি/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এক মোটরসাইকেলে যাচ্ছিল ৪ বন্ধু, ট্রাক চাপায় প্রাণ গেল দুজনের
ভারতের সামরিক অভিযানের দ্রুত, দৃঢ় ও কঠোর জবাব দেওয়া হবে: পাকিস্তানের সেনাপ্রধান
সুনামগঞ্জে কোটি টাকা মূল্যের ভারতীয় ৯০টি গরুসহ নৌকা জব্দ 
সাবেক আইজিপি মোদাব্বির হোসেন চৌধুরীর ইন্তেকাল 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা