খিলগাঁও পুলিশের অভিযানে ১০ মামলার আসামিসহ ৩ ছিনতাইকারী গ্রেপ্তার

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:০৮
অ- অ+

রাজধানীর খিলগাঁওয়ে ছিনতাইকালে ১০ মামলার আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে খিলগাঁও থানাধীন নন্দীপাড়াস্থ নন্দীপাড়া ত্রিমোহনী ব্রিজ এলাকা থেকে তাদের গ্রেপ্তারসহ দুই ভুক্তভোগীকে উদ্ধার করা হয়।

এ ঘটনায় খিলগাঁও থানায় ছিনতাই মামলা দায়ের হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. জিবিল হোসেন প্রকাশ জীবন (৩৫), মো. মহসিন মোল্লা আলম (৩৬) ও মনিরুজ্জামান মনির হৃদয় (৩০)। গ্রেপ্তারকৃত মহসিনের বিরুদ্ধে বিভিন্ন থানায় ১০টি মামলা রয়েছে।

এদিন দুপুরে খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেন গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, এদিন ভোর ৫ টার দিকে কর্মস্থল থেকে ফিরছিলেন প্রেসের কর্মচারী সুমন মিয়া (২৩) ও নুর ইসলাম (২০)। তারা পায়ে হেঁটে নন্দীপাড়ার নন্দীপাড়া ত্রিমোহনী ব্রিজ এলাকায় পৌঁছালে চারজন ছিনতাইকারী ব্যাটারিচালিত অটোরিকশায় এসে তাদের কাছে থাকা চাপাতি ও গিয়ার চাকু দিয়ে সুমন ও নুর ইসলামকে ভয় দেখিয়ে তাদের কাছে যা আছে সবকিছু বের করে দিতে বলে।

পরিস্থিতি খারাপ দেখে ভুক্তভোগীরা ভয়ে তাদের কাছে থাকা একটি মোবাইল ফোন ও নগদ ১৪ হাজার ২০০ টাকা ছিনতাইকারীদের কাছে হস্তান্তর করে। এ সময় ছিনতাইকারী জিবিল প্রকাশ জীবন (৩৫) তার হাতে থাকা গিয়ার চাকু দিয়ে সুমনের মুখমন্ডল আঘাত করে তাকে রক্তাক্ত করে।

এ সময় নুর ইসলাম চিৎকার করলে একজন ছিনতাইকারী টাকা ও মোবাইল নিয়ে পালিয়ে যায় এবং ওই এলাকায় টহলরত খিলগাঁও থানার পুলিশ স্থানীয়দের সহায়তায় অপর তিন আসামিকে আটক করতে সক্ষম হয়। এসময় গ্রেপ্তার আসামিদের তল্লাশী করে একটি গিয়ার চাকু, একটি চাপাতি ও ছিনতাইকাজে ব্যবহৃত একটি অটোরিকশা জব্দ করে। পরবর্তীতে পুলিশের সহযোগিতায় গ্রেপ্তারকৃত আসামিদের মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল চিকিৎসা দেওয়া হয়। এছাড়া ভুক্তভোগীদের অভিযোগের প্রেক্ষিতে খিলগাঁও থানায় ছিনতাই মামলা দায়ের হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

(ঢাকাটাইমস/৬ফেব্রুয়ারি/এলএম/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বগুড়ায় সারজিসের উপস্থিতিতে এনসিপির সমাবেশে দুই গ্রুপের মারামারি, ধাওয়া-পাল্টা ধাওয়া
বাংলাদেশে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীন
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের ২০০ কেজি ওজনের বোমা পাওয়া গেল মুন্সীগঞ্জে, নিষ্ক্রিয় করল সিটিটিসি
চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ ত্বরান্বিত করার নির্দেশ প্রধান উপদেষ্টার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা