গাইবান্ধায় গুঁড়িয়ে দেওয়া হয়েছে যুবলীগ নেতার বাড়ি ও আ.লীগের জেলা কার্যালয়

গাইবান্ধা প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪৮
অ- অ+

গাইবান্ধা শহরে থানাপাড়ায় যুবলীগ নেতা শাহ আহসান হাবীব রাজিবের বিলাসবহুল বাড়ি ও এক নং রেলগেট এলাকায় অবস্থিত জেলা আওয়ামী লীগের কার্যালয় বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে ছাত্র-জনতা।

বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে এই ভাঙচুর শুরু হয়, চলে মধ্য রাত পর্যন্ত।

এরপর ছাত্র-জনতা সদর থানায় গিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে যাদের নামে মামলা আছে, তাদেরকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করার আল্টিমেটাম দিয়ে কর্মসূচি স্থগিত করে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব বায়োজিদ বোস্তামী জিম বলেন, ‘ঢাকায় ফ্যাসিবাদের আঁতুরঘর ধানমন্ডি ৩২ নম্বর বাড়ি গুঁড়িয়ে দিয়েছে ছাত্র-জনতা। তারই ধারাবাহিকতায় গাইবান্ধায় ফ্যাসিবাদের কার্যালয় উচ্ছেদ করেছি। আমরা চাই, কোথাও যেন ফ্যাসিবাদের চিহ্ন না থাকে। ছাত্র-জনতা এভাবেই ফ্যাসিবাদ পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা রুখে দেবে।’

তিনি আরও বলেন, ‘গাইবান্ধা জেলা আওয়ামী লীগের কার্যালয়টি রেলওয়ের জায়গায় অবস্থিত। এটি দখলদারিত্বের মাধ্যমে স্থাপিত হয়েছিল। এই জায়গায় একটি পাবলিক টয়লেট করা হবে।’

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর ইসলাম তালুকদার বলেন, ‘আমি বাড়িতে ছিলাম। এ ধরনের কোনো খবর আমার কাছে নেই। তবে তারা রাত ১২টার দিকে থানায় এসে আ.লীগের যাদের নামে মামলা আছে, তাদেরকে গ্রেপ্তারের অনুরোধ করেছে।’

(ঢাকাটাইমস/৭ফেব্রুয়ারি/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজশাহীতে দিনভর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
‘কন্যা’ গানে প্রশংসিত সজল
নির্বাচনের মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে: মির্জা ফখরুল 
দিনাজপুরে ট্রেনের অবৈধ টিকিটসহ নৌ-বাহিনীর সদস্য আটক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা