পরের বিপিএলে খেলবেন কি না, যা জানালেন তামিম

বাংলাদেশ ক্রিকেট দলের বহু ম্যাচের জয়ের নায়ক দেশসেরা ওপেনার তামিম ইকবাল। তার ব্যাটে ভর করে বহু ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। কিছু দিন আগেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন তামিম। তবে ঘরোয়া ক্রিকেটে এখনো খেলে যাচ্ছেন। দেশের ক্রিকেটের সবচেয়ে বড় আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। এই টুর্নামেন্টে আগামী আসরেও তামিমকে দেখা যাবে বলে জানিয়েছেন তিনি।
আগামীকাল শুক্রবার (৭ ফেব্রুয়ারি) মেগা ফাইনালে চিটাগাংয়ের মুখোমুখি বরিশাল। মিরপুরের শের-ই বাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে স্থানীয় সময় সন্ধ্যা ৬ টায়।
ফাইনালে বরিশালকে নেতৃত্ব দেবেন তামিম। বিপিএলের ফাইনালের আগের দিন সংবাদ সম্মেলনে তামিমকে প্রশ্ন করা হয় পরের আসরেও তাকে দেখা যাবে কি না?
উত্তরে ফরচুন বরিশাল অধিনায়ক তামিম বললেন, ‘ইনশাল্লাহ… অবশ্যই।’ এই বিপিএলেই এক ম্যাচে টসের পর ধারাভাষ্যকার ড্যানি মরিসনের প্রশ্নে তামিম বলেছেন, তার ছেলে তাকে ঘরোয়া ক্রিকেটে আরও খেলতে দেখতে চান। তার নিজেরও চাওয়া তেমনই।
আগামী বিপিএল খেলার আগে তামিম ঢাকা প্রিমিয়ার লিগ খেলার সুযোগ পাচ্ছেন। গত বছর প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে খেলা বাঁহাতি ওপেনার এবার ঠিকানা বদলে নাম লিখিয়েছেন ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাবে।
সবকিছু ঠিক থাকলে ঢাকা প্রিমিয়ার লিগে নিয়মিত দেখা যাবে তামিমকে। এছাড়াও দেশের বাইরে বিভিন্ন ফ্র্যাইঞ্চাইজি লিগেও দেখা যেতে পারে তাকে। সাবেক ক্রিকেটারদের নিয়ে আয়োজিত লিজেন্ড নাইন্টি লিগেও খেলতে পারেন তামিম। ওই টুর্নামেন্টে বিগ বয়েজ স্কোয়াড দলে আছেন তিনি।
(ঢাকাটাইমস/০৭ ফেব্রুয়ারি/এনবিডব্লিউ)

মন্তব্য করুন