শেখ হাসিনার বক্তব্যে ভারতের কোনো ভূমিকা নেই: জয়সওয়াল

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, দিল্লিতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যগুলো একান্ত ব্যক্তিগত, এতে ভারতের কোন ভূমিকা নেই।
শুক্রবার ভারতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. নূরুল ইসলামের সঙ্গে বৈঠকের পর সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
রণধীর জয়সওয়াল বলেন, ‘ভারতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. নূরুল ইসলামকে আজ বিকাল ৫টায় বিদেশ দপ্তরের সাউথ ব্লকে তলব করা হয়েছিল। ভারত বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক, গঠনমূলক এবং পারস্পরিক উপকারী সম্পর্ক চায় বলে তাকে জানানো হয়েছে। সাম্প্রতিক অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের বৈঠকেও বেশ কয়েকবার এ কথার পুনরাবৃত্তি করা হয়েছে।’
তিনি বলেন, দুঃখজনক হলেও সত্য, বাংলাদেশ সরকারের ধারাবাহিক বিবৃতিগুলো ভারতকে নেতিবাচকভাবে তুলে ধরছে। এসব বিবৃতি বাংলাদেশের বিভিন্ন ইস্যুতে আমাদেরকে দায়ী করে। বাংলাদেশ সরকারের এসব বক্তব্য আসলে ক্রমাগত নেতিবাচকতার জন্য দায়ী।
মুখ্যপাত্র আরও বলেন, ভারত সরকারের অবস্থানের সঙ্গে বিষয়টিকে গুলিয়ে ফেললে দ্বিপাক্ষিক সম্পর্কে ইতিবাচকতা বাড়বে না।
ভারত সরকার পারস্পরিক ইতিবাচক সম্পর্কের জন্য প্রচেষ্টা চালাবে। বাংলাদেশও এ সম্পর্ককে খারাপ না করে একইভাবে প্রতিদান দেবে বলে মন্তব্য করেন তিনি।
প্রসঙ্গত, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে অবস্থান করে ক্রমাগত মিথ্যা ও উসকানিমূলক বিবৃতি দিচ্ছেন— এমনটি দাবি করে শেখ হাসিনাকে বক্তব্য ও বিবৃতি থেকে বিরত রাখতে ভারতের প্রতি প্রতিবাদ জানিয়েছে অন্তবর্তী সরকার।
বৃহস্পতিবার সকালে ঢাকায় নিযুক্ত ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করে একটি প্রতিবাদলিপিও দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
(ঢাকাটাইমস/০৭ফেব্রুয়ারি/এমআর)

মন্তব্য করুন