তামিম ইকবালকে বিদায়ী সংবর্ধনা দিলো বিসিবি

ক্রীড়া প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০০:৩৪| আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৩৯
অ- অ+

বাংলাদেশ ক্রিকেট দলের বহু ম্যাচের জয়ের নায়ক দেশসেরা ওপেনার তামিম ইকবাল। তার ব্যাটে ভর করে বহু ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। কিছু দিন আগেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন তামিম।

দেশের ক্রিকেট ইতিহাসের কিংবদন্তি বনে যাওয়া তামিম ইকবালকে বিদায় দেওয়ার মঞ্চটাও প্রস্তুত করে রেখেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পূর্বঘোষণা অনুযায়ী– বিপিএল ফাইনালের দিনে মূল পুরস্কার বিতরণীর আগে তামিমকে তাই বিশেষ সংবর্ধনা জানাল বিসিবি।

শুরুতেই জায়ান্ট স্ক্রিনে দেখানো হয় তামিম ইকবালকে নিয়ে তৈরি করা বিশেষ ভিডিও। যেখানে দেশসেরা এই ওপেনারকে নিয়ে কথা বলেছেন জাতীয় দলের সতীর্থ জাকির হোসেন, তানজিম হোসেন সাকিব ও ইয়াসির আলী চৌধুরী রাব্বির মতো তরুণ তারকারা। ক্যামেরার সামনে ছিলেন তামিম ইকবালের একসময়ের সতীর্থ এবং বর্তমানে কোচ বনে যাওয়া মোহাম্মদ আশরাফুল।

পরে তামিম ইকবালকে বিদায়ের পোডিয়ামে ডেকে নেওয়া হয় তার দীর্ঘদিনের দুই সতীর্থ মুশফিকুর রহিম এবং মাহমুদউল্লাহ রিয়াদকে সঙ্গে নিয়ে। অবশ্য বিদায়ী সংবর্ধনায় স্ত্রী ও দুই সন্তানকেও পোডিয়ামে সঙ্গে রেখেছেন তামিম।

বিদায়ী সংবর্ধনায় তামিম ইকবালের হাতে তুলে দেওয়া হয় তার ক্যারিয়ারের দীর্ঘ পরিসংখ্যান সম্বলিত একটি স্মারক জার্সি এবং ক্রেস্ট।

বিদায়ী সংবর্ধনায় তামিম বলেন, ‘বাংলাদেশ যখন শিরোপা জিতল। পুরো বাংলাদেশের উপভোগটা ছিল অসাধারণ। ওই দিনই ঠিক করলাম, আমি ক্রিকেটার হব। আমার বাবার ইচ্ছে ছিল, একদিন আমি দেশের হয়ে খেলব। কিন্তু দুর্ভাগ্যবশত তিনি আমাদের সঙ্গে নেই।’

তামিম আরও বলেন, ' ‘তামিমিয়ান, সাকিবিয়ান, মাশরাফিয়ান বলে কিছু নেই। সবাই বাংলাদেশের সমর্থক। এটা (নির্দিষ্ট খেলোয়াড়ের ভক্ত হওয়া) বাংলাদেশের ক্রিকেটকে ধ্বংস করেছে। দয়া করে এটা থামান। আমরা যে কারও সমর্থক হতে পারি, কিন্তু সবাই বাংলাদেশি। এটাই আমার শেষ বার্তা।’

২০০৭ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তামিমের। তিন সংস্করণ মিলে তিনি আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের জার্সিতে দ্বিতীয় সর্বোচ্চ ৩৮৭ ম্যাচ ও ৪৪৮ ইনিংসে ১৫১৯২ রান করেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে সবমিলিয়ে ৯৪ ফিফটি ও ২৫টি সেঞ্চুরি করেছেন তামিম।

ঢাকাটাইমস/০৮ ফেব্রুয়ারি/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
৫৫তম মহান স্বাধীনতা দিবস আজ
গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্যই বিএনপি নির্বাচনের কথা বলছে: নীরব
মানিকগঞ্জে ধর্ষণের শিকার স্কুলছাত্রী মানসিক ভারসাম্য হারিয়ে হাসপাতালে
দ্রুত নির্বাচন দিলে সংস্কারও দ্রুত হবে: টুকু 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা