মাদারীপুরে বাসচাপায় প্রাণ গেল বৃদ্ধের

মাদারীপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:২১| আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:২২
অ- অ+

মাদারীপুরের শিবচর উপজেলার এক্সপ্রেসওয়ের মহাসড়ক পার হওয়ার সময় বাসচাপায় শুক্কুর খান (৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার রাতে এক্সপ্রেসওয়ের পাঁচ্চর গোলচক্কর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শুক্কুর খান মাদারীপুরের শিবচর উপজেলার চরজানাজাত ইউনিয়নের হাজী মলফত খারকান্দি এলাকার মৃত দানেছ খানের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, নিহত শুক্কুর খান নিমতলা গিয়েছিলেন তার ছেলের কাছে বেড়াতে। তিনি নিমতলা থেকে বাসে শিবচরের পাঁচ্চর গোলচক্কর নামেন। গোলচক্করে এক্সপ্রেসওয়ের মহাসড়ক পার হওয়ার সময় ভাঙ্গামুখী লেনে বাসচাপায় মাথায় গুরুতর আঘাত পান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম বলেন, ‘ঘটনাটি খুবই দুঃখজনক। নিহতের পরিবারের সাথে যোগাযোগ করে তাদের কাছে মরদেহ বুঝিয়ে দেওয়া হয়। তবে পরিবার থেকে কোনো আইনি প্রক্রিয়া গ্রহণ করা হয়নি।

(ঢাকা টাইমস/০৯ফেব্রুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বৈষম্যবিরোধী ও এনসিপির আন্দোলনের মুখে পটিয়া থানার ওসি প্রত্যাহার
বাংলামোটরে এনসিপির জুলাই চিত্র প্রদর্শনীর গাড়িতে ককটেল বিস্ফোরণ
তাড়াশে সম্পত্তি লিখে নিয়ে বাবা-মাকে বাড়িছাড়ার অভিযোগ
সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা