চাঁদপুর জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল আটক

চাঁদপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৫২
অ- অ+

চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. তোফাজ্জল হোসেন (এসডু) পাটোয়ারীকে আটক করেছে ডিবি পুলিশ। রবিবার সন্ধ্যায় চাঁদপুর শহরের ট্রাক ঘাটস্থ নিজ বাসভবন থেকে তাকে আটক করা হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন ডিবি পুলিশ চাঁদপুরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান।

তিনি জানান, ‘আমরা তাকে (তোফাজ্জল হোসেন) জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নিয়ে এসেছি। কিছু বিষয়ে জিজ্ঞাসাবাদ করব।’ তবে আটক বা গ্রেপ্তারের বিষয়ে কোনো মন্তব্য করেননি ওসি মজিবুর রহমান।

পরিবারের দাবি, আওয়ামী সরকারের পতনের পর যে মামলাগুলো হয়েছে, তার কোনোটাতেই তোফাজ্জল হোসেন এজাহারভুক্ত আসামি নন। তবে শেখ হাসিনার শাসনামলে ঠিকাদারিসহ নানা কাজে অনৈতিক হস্তক্ষেপসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

তোফাজ্জল হোসেন ছাত্র জীবন থেকেই আওয়ামী লীগের রাজনীতি করেন। তিনি দীর্ঘদিন জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর দুই দফায় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

(ঢাকাটাইমস/১০ফেব্রুয়ারি/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গাজীপুরে ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে নারীসহ তিনজন নিহত
রাজধানীর দক্ষিণখানে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক
ট্রাম্পের আশাবাদ সত্ত্বেও কেন ইউক্রেনে যুদ্ধবিরতি অনিশ্চিত?
রাঙ্গুনিয়ায় বাইক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা