জাবিতে ‘এ’ ও ‘ই’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের তৃতীয় দিনের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ৯টায় প্রথম শিফটের পরীক্ষা শুরু হয়, শেষ হয় বেলা ১১টায়।
এদিন মোট দুটি ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ‘ই’ ইউনিট (ব্যবসায় শিক্ষা ইউনিট) ও ‘এ’ ইউনিট (গাণিতিক ও পদার্থ বিজ্ঞান বিষয়ক অনুষদ)। ‘ই’ ইউনিটে ২০০টি আসনের বিপরীতে আবেদন করেছেন ১৫ হাজার ১৮১ জন শিক্ষার্থী। একটি আসনের বিপরীতে পরীক্ষার্থী প্রায় ৭৬ জন।
‘এ’ ইউনিটে ভর্তিচ্ছু নারী শিক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এই ইউনিটে মোট ৪২৬টি আসনের বিপরীতে ৭৩ হাজার ১৬১ জন শিক্ষার্থী আবেদন করেছেন। এর মধ্যে ছেলে শিক্ষার্থী ৪৬ হাজার ৮৩৩ জন এবং নারী শিক্ষার্থী ২৬ হাজার ৩২৮ জন। এই ইউনিটে আসনপ্রতি পরিক্ষার্থী প্রায় ১৭২ জন।
এর আগের দুই দিনে ‘ডি’ ইউনিট ও ‘আইবিএ’-এর পরীক্ষা অনুষ্ঠিত হয়। ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ছিল ৮৫ দশমিক ৩৩ শতাংশ। অন্যদিকে আইবিএ-এর পরীক্ষায় উপস্থিতির হার ছিল প্রায় ৭২ শতাংশ।
(ঢাকাটাইমস/১১ফেব্রুয়ারি/এজে)

মন্তব্য করুন