মোহাম্মদপুরে মাদক ও ছিনতাইবিরোধী অভিযানে ৪৮ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:১১| আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৩৭
অ- অ+

রাজধানীর মোহাম্মদপুরে বিভিন্ন অপরাধে জড়িত ৪৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার সন্ধ্যা থেকে শুরু হওয়া অভিযান চলে মঙ্গলবার ভোর পর্যন্ত।

একইদিন সকালে মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান ঢাকা টাইমসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘গতকাল সন্ধ্যা থেকে রাত আটটা পর্যন্ত অভিযানে থানা পুলিশের অভিযানে ৩৬ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে মাদক, ছিনতাইসহ বিভিন্ন মামলা আসামি রয়েছেন। এছাড়া ডেভিল হান্টের অভিযানে সাতজন এবং গভীর রাতে পুলিশের অভিযানে পাঁচজন গ্রেপ্তার হয়। তাদেরকে আজই আদালতে পাঠানো হচ্ছে।’

৫ আগস্ট সরকার পতনের পর থেকে রাজধানীর মোহাম্মদপুর এলাকা অশান্ত হয়ে উঠেছে। এ সময়ে চুরি, ছিনতাইসহ নানান অপরাধের সংখ্যা বেড়েছে। পুলিশের পাশাপাশি যৌথবাহিনীর অভিযানেও তাদের নিবারণ করা যাচ্ছিল না।

অবশেষে শনিবার থেকে দেশজুড়ে অপারেশন ডেভিল হান্ট শুরুর পর মোহাম্মদপুরে অপরাধ কিছুটা কমতে শুরু করেছে। এর আগে সোমবারও ১৩ জনকে গ্রেপ্তার করে মোহাম্মদপুর থানা পুলিশ।

(ঢাকাটাইমস/১১ফেব্রুয়ারি/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজধানীর দক্ষিণখানে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক
ট্রাম্পের আশাবাদ সত্ত্বেও কেন ইউক্রেনে যুদ্ধবিরতি অনিশ্চিত?
রাঙ্গুনিয়ায় বাইক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত
রমজানের ভুলত্রুটি মোচন করে সদকাতুল ফিতরা, যেভাবে আদায় করবেন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা