বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি দলের সঙ্গে যাবেন হাসান-খালেদ

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৫৬
অ- অ+

চলতি মাসের ১৯ তারিখে পর্দা উঠছে মিনি বিশ্বকাপ খ্যাত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরের। আট দলের আসন্ন এই টুর্নামেন্টকে সামনে রেখে গত ১২ জানুয়ারি স্কোয়াড ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। স্কোয়াড থেকে লিটন দাস ও শরিফুল ইসলামের বাদ পড়া বড় চমক ছিল বাংলাদেশের ক্রিকেট ভক্তদের জন্য।

আসন্ন টুর্নামেন্টকে ঘিরে বাংলাদেশের স্কোয়াডে পরিবর্তন আসার সম্ভাবনা না থাকলেও দলের সঙ্গে দুবাই যাচ্ছেন দুই পেসার হাসান মাহমুদ ও খালেদ আহমেদ। তাদের দুইজনের কেউই জায়গা পাননি চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে।

হাসান মাহমুদের যাওয়া বিষয়টি আগেই জানিয়েছিলেন বিসিবির একটি সূত্র। এবার জানা গেল দলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের বিমান ধরবেন খালেদ আহমেদও। দুজনই চ্যাম্পিয়ন্স ট্রফির শুরুর আগে চলে আসবেন দেশে।

চ্যাম্পিয়নস ট্রফির বাংলাদেশ দলে আছেন চার পেসার। তাসকিন আহমেদের সঙ্গে আছেন নাহিদ রানা, তানজিম হাসান সাকিব ও মুস্তাফিজুর রহমান। হাসান ও খালেদ সর্বশেষ বিপিএলে দারুণ বোলিং করেছেন। সেই পারফরম্যান্স বিবেচনাতেই দলের সঙ্গে যাচ্ছেন তারা।

তাদের নিয়ে যাওয়া প্রসঙ্গে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন বলেন, ‘জাতীয় দলের সঙ্গে দুজন পেসার যাবে, হাসান মাহমুদ ও খালেদ। মূলত প্রস্তুতি পর্বে ওরা সাহায্য করবে দলকে। বাংলাদেশের প্রথম ম্যাচের আগে ওরা চলে আসবে। সংযুক্ত আরব আমিরাতে যে কয়েক দিন অনুশীলন, সেখানে থাকবে ওরা।’

আগামী ১৪ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ দল। সেখানে পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ দিয়ে চ্যাম্পিয়নস ট্রফির মিশন শুরু করবে বাংলাদেশ দল।

আসর শুরুর পরের দিন মাঠে নামবে বাংলাদেশ। ‘এ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে ২০ ফেব্রুয়ারি দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারতের বিপক্ষে লড়বে নাজমুল হোসেন শান্তর দল। এরপর পাকিস্তানে যাবে বাংলাদেশ। রাওয়ালপিন্ডিতে ২৪ ও ২৭ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড এবং পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে তারা।

(ঢাকাটাইমস/১১ ফেব্রুয়ারি/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ডিপিএল: শান্ত-মিঠুনে ভর করে টানা ৬ জয়ে শীর্ষে আবাহনী
রাজশাহীতে দিনভর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
‘কন্যা’ গানে প্রশংসিত সজল
নির্বাচনের মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে: মির্জা ফখরুল 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা