মাঠের ক্রীড়া সংগঠকদের দিয়েই দেশের ক্রীড়াঙ্গনকে সাজাবে বিএনপি: আমিনুল হক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:৩১
অ- অ+

মাঠের ক্রীড়া সংগঠকদের দিয়েই দেশের ক্রীড়াঙ্গনকে সাজানো হবে জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্যসচিব আমিনুল হক।

তিনি বলেন, বিএনপি জনগণের ভোটে রাষ্ট্র ক্ষমতায় এলে ক্রীড়াঙ্গনে কখনও দলীয়করণ ও রাজনীতিকরণ করা হবে না। মাঠের ক্রীড়া সংগঠকদের দিয়েই দেশের ক্রীড়াঙ্গনকে সাজানো হবে।

মঙ্গলবার বিকালে সিলেট ক্রীড়া কমপ্লেক্সে ‘আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট- ২০২৪-২৫’ এর সিলেট বিভাগীয় খেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক হাবীব উন নবী খান সোহেল।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সাবেক এমপি মোশাররফ হোসেন, ড্যাব- এর যুগ্ম মহাসচিব প্রফেসর ডা. সরকার মাহবুব আহমেদ শামীম, টুর্নামেন্ট কমিটির দপ্তর সম্পাদক মো. ইব্রাহীম খলিল, সদস্য মোহাম্মদ জাহেদ পারভেজ চৌধুরী, মো. মেজবাহ উদ্দিন, মো. মোস্তাফিজুর রহমান মামুন, রাশেদ সরকার প্রমুখ।

সিলেট বিভাগীয় সবুজ ও লাল দলের মধ্যকার উদ্বোধনী খেলায় ১-০ গোলে সিলেট সবুজ দল জয়ী হয়।

(ঢাকাটাইমস/১১ফেব্রুয়ারি/জেবি/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আ. লীগকে ৫ আগস্ট দেশের জনগণ নিষিদ্ধ করেছে: আবু হানিফ 
ধানমন্ডিতে মিছিলের চেষ্টা, মহিলা লীগের নেত্রীসহ আটক ৩
বার্সেলোনায় যোগদানের সম্ভাবনা ছিল হামজার, ব্রিটিশ গণমাধ্যম
মোদি সরকারের বিরুদ্ধে মামলা করলো ইলন মাস্কের ‘এক্স’
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা