মানিকগঞ্জে পাঁচ লাখ কৃষকের সমাবেশের প্রস্তুতি সভা

আগামী ২২ ও ২৩ ফেব্রুয়ারি মানিকগঞ্জের শিবালয় উপজেলার যমুনা নদী তীরে পাঁচ লাখ কৃষকের সমাবেশ আয়োজনের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল।
এই মহাসমাবেশ সফল করতে বুধবার মানিকগঞ্জ জেলা পরিষদ মিলনায়তনে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খান রিতা।
এছাড়া বক্তব্য দেন কৃষকদল কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবীর, জেলা কৃষকদলের সভাপতি গোলাম কিবরিয়া সাইদ ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম।
বক্তারা বলেন, দেশের কৃষকদের স্বার্থ রক্ষায় এই সমাবেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সারাদেশ থেকে কৃষকেরা এতে অংশ নেবেন, যেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হবেন। এছাড়া দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারাও সমাবেশে উপস্থিত থাকবেন।
বক্তারা আরও জানান, এই সমাবেশ সফল করতে দলীয় নেতাকর্মীরা একযোগে কাজ করছে এবং প্রস্তুতি কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে।
প্রস্তুতি সভায় বিএনপি, কৃষকদল এবং দলের বিভিন্ন অঙ্গসংগঠনের কেন্দ্রীয়, জেলা, উপজেলা ও পৌর শাখার শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
(ঢাকাটাইমস/১২ফেব্রুয়ারি/এজে)

মন্তব্য করুন