পুরান ঢাকার ইসলামবাগে আগুন, নিয়ন্ত্রণে ফায়ারের ৮ ইউনিট
নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:০৯| আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:১৫

রাজধানীর পুরান ঢাকার লালবাগ এলাকার ইসলামবাগে অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন নেভাতে ঘটনাস্থলে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানম ঢাকা টাইমসকে এ তথ্য নিশ্চিত করেন।
ফায়ার সার্ভিস জানায়, শনিবার বিকাল ৩ টা ১৭ মিনিটে ইসলামবাগের কয়েকটি টিনশেড ঘরে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস।
খবর পেয়ে প্রথমে ৩টা ২৫ মিনিটে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ও পরবর্তীতে আরও দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে।
(ঢাকাটাইমস/১৫ফেব্রুয়ারি/এলএম/এজে)

মন্তব্য করুন