ফরিদপুর-২ শামাকে ছেড়ে ফরিদপুর-৪ এ শহীদুল ইসলাম বাবুল, আনন্দ-বেদনার কাব্য 

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ২২:১১| আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ২২:৫৬
অ- অ+

দল ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশকেই শিরোধার‌্য করলেন কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল। দীর্ঘদিনের গুছিয়ে আনা নিজের এলাকা নগরকান্দা-সালথার সংসদীয় আসন (ফরিদপুর-২) তিনি চোখের জলে ছেড়ে দিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) শামা ওবায়েদকে।

ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে এখন শহীদুল ইসলাম বাবুলকে নতুন করে গোছাতে হবে ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন নিয়ে গঠিত ফরিদপুর-৪ সংসদীয় আসন। এই প্রস্তুতিও নিয়েছেন ইতিমধ্যে।

তার এই আসন ছেড়ে দেওয়া আর নতুন আসনে কাজ শুরু করতে যাওয়ার সন্ধিক্ষণে ঘটেছে এক আবেগঘন পরিবেশের অবতারণা। নগরকান্দার নেতাকর্মীরা ভেসেছেন কান্নায়, তিনি নিজেও ফেলেছেন চোখের জল। আর অন্যদিকে নতুন আসনে শহীদুল ইসলাম বাবুলকে আনন্দে বুকে জড়িয়ে নিয়েছেন ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসনের নেতাকর্মীরা।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের কোনাগ্রামে শহীদুল ইসলাম বাবুলের নিজ বাড়িতে দেখা যায় এমনই আনন্দ-বেদনার দৃশ্য।

ওই দিন তার বাড়িতে আয়োজিত অনুষ্ঠানে নগরকান্দা ও সালথার নেতা-কর্মীদের কাছ থেকে ভেজা চোখে বিদায় নেন শহীদুল। এ সময় নেতাকর্মীদের মধ্যে হুহু কান্নার রোল ওঠে। আবেগ সামলাতে পারেননি শহীদুলও।

এরপর শহীদুলকে নেতা হিসেবে বরণ করে নেন সদরপুর, চরভদ্রাসন ও ভাঙ্গার বিএনপি ও কৃষক দলের নেতাকর্মীরা। নগরকান্দা ও সালথার নেতাকর্মীদের হাহাকার তাদের ছুঁয়ে গেলেও তারা শহীদুলকে নেতা হিসেবে পেয়ে আনন্দিত।

সদরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদিউজ্জামান ও সদস্যসচিব তরিকুল ইসলাম এ সময় শহীদুল ইসলাম বাবুলের হাতে ফুলের তোড়া তুলে দেন। এ সময় সদরপুর, চরভদ্রাসন, ভাঙ্গার কৃষক দলসহ বিএনপির সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই আসন বদলের প্রেক্ষাপট নেতাকর্মীদের সামনে তুলে ধরেন শহীদুল উসলাম বাবুল। তিনি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশ দিয়েছেন ফরিদপুর-২ ছেড়ে ফরিদপুর-৪ সংসদীয় আসনে কাজ শুরু করতে। তাই তিনি নতুন আসনে কাজ শুরু করতে যাচ্ছেন।

এ সময় আবার কান্নায় ভেঙে পড়েন নেতাকর্মীরা। আবেগরুদ্ধ শহীদুল ইসলাম বলেন, একজন রাজনৈতিক নেতার কাছে তার সহকর্মীদের চোখের পানি সবচেয়ে মূল্যবান। আজ আমার জন্য কত মানুষ কষ্ট পাচ্ছেন, কাঁদছেন। রাজনীতি করেছি বলে এত আবেগ-ভালোবাসা পেয়েছি।

নেতাকর্মীদের পাশাপাশি শহীদুল ইসলাম ভালোবাসা পেয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানেরও। গত ৯ নভেম্বর রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে কৃষক দলের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন ও আলোচনা অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বক্তব্যের শুরুতেই তিনি শহীদুল ইসলাম বাবুলের খোঁজ নেন। তার ত্যাগের কথা উল্লেখ করেন। কৃষক দলের বহু নেতাকর্মী বাবুলের হাতে তৈরি এমন স্বীকৃতিও দেন খোদ তারেক রহমান। একপর্যায়ে তারেক রহমানের নির্দেশে শুভেচ্ছা বক্তব্য দেন শহিদুল ইসলাম বাবুল।

ভেজা কণ্ঠে কৃষক দলের এই নেতা বলেন, ৩৮ বছর দল করছি, আজকে যে সম্মান পেলাম আমি আর কিছু চাই না, পদ-পদবি চাই না। আমার নেতা তারেক রহমান, আমি আজীবন আপনাদের সঙ্গে থাকতে চাই।

শুক্রবারের বিদায়ী সভায় শহীদুল ইসলাম বাবুল বলেন, আপনারা জানেন এখানে আরও একজন মানুষ আছেন। তিনিও অনেক বড় নেতা। আমার পদ স্থগিত হয়েছিল, আমি কাউকে কিছু বলিনি। শুধু আমার নেতা তারেক রহমানকে বলেছি, আপনি যা ভালো বোঝেন তাই করেন। তিনি তাই করেছেন।

‘তারেক রহমান আমাকে ফরিদপুর-৪ আসনের জন্য কাজ করার কথা বলেছেন। বলতে থাকেন বাবুল, `তিনি বলেছেন, তোমার জন্য যা যা করতে হয়, তা আমি করব।" আমি আমার নেতার কথা ফেলতে পারি না।

নিজে দলের এ সিদ্ধান্ত অক্ষরে অক্ষরে মেনে চলবেন জানিয়ে শহীদুল ইসলাম বাবুল নেতাকর্মীদের উদ্দেশে বলেন, আমি জানি, আপনাদের অনেক সমস্যা হবে। দয়া করে একসঙ্গে থাকবেন। কেউ কাউকে ছাইড়া যাইয়েন না। আপনারা যদি একসঙ্গে থাকেন, ঐক্যবদ্ধ থাকেন, আপনাদের বাদ দিয়া রাজনীতি হবে না, নির্বাচন হবে না।

এসময় আরও বক্তব্য দেন নগরকান্দা উপজেলা বিএনপির সভাপতি লিয়াকত হোসেন, পৌর বিএনপির সভাপতি আসাদুজ্জামান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রমুখ।

(ঢাকাটাইমস/১৫ফেব্রুয়ারি/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ট্রাম্পের আশাবাদ সত্ত্বেও কেন ইউক্রেনে যুদ্ধবিরতি অনিশ্চিত?
রাঙ্গুনিয়ায় বাইক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত
রমজানের ভুলত্রুটি মোচন করে সদকাতুল ফিতরা, যেভাবে আদায় করবেন
ট্রেনে ঈদযাত্রা: আজ বিক্রি হচ্ছে ২৫ মার্চের টিকিট
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা