মিটারে সিএনজি না চালালে ৫০ হাজার জরিমানার সিদ্ধান্ত বাতিল, অবরোধ প্রত্যাহারের আহ্বান ডিএমপির

৪ স্ট্রোক থ্রি-হুইলার যানবাহন নিয়ে সম্প্রতি বিআরটিএর জারি করা নির্দেশনা বাতিল করা হয়েছে। আজ রবিবার নির্দেশনাটি বাতিল করা হয়েছে জানিয়ে থ্রি-হুইলার চালকদের অবরোধ প্রত্যাহার করার আহ্বান জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
রবিবার সকালে ডিএমপির ডিসি (মিডিয়া ও পাবলিক রিলেশনস) মুহাম্মদ তালেবুর রহমানের পাঠানো এক বার্তায় বলা হয়, ৪ স্ট্রোক থ্রি-হুইলার যান সম্পর্কিত বিআরটিএ কর্তৃক ইস্যুকৃত সাম্প্রতিক নির্দেশনাটি আজ ১৬ ফেব্রুয়ারি বাতিল করা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট সকলকে অবহিত করা হলো এবং অবরোধ প্রত্যাহার করে যান চলাচলে কোনো রকম প্রতিবন্ধকতা সৃষ্টি না করার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে অনুরোধ করা হলো।
উল্লেখ্য, মিটারের মামলা ইস্যুতে রবিবার সকাল থেকে সিএনজি চালকরা রাজধানীর বিভিন্ন সড়কে অবরোধ করেছেন। অন্যান্য যানবাহন চলাচলে বাধা দিচ্ছে তারা।
এর আগে গত ১০ ফেব্রুয়ারি মিটারে সিএনজি না চালালে ৫০ হাজার জরিমানা ও কারাদণ্ডের আদেশ দেয় বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)।
সংস্থাটির নির্দেশনায় উল্লেখ করা হয়, সড়ক পরিবহন আইন ২০১৮-এর ৩৫(৩) ধারা অনুযায়ী রুট পারমিটপ্রাপ্ত অটোরিকশাগুলো যেকোনো গন্তব্যে যাত্রী নিতে বাধ্য। চালকরা মিটারের চেয়ে বেশি ভাড়া দাবি বা আদায় করতে পারবেন না। যদি কেউ এই নিয়ম লঙ্ঘন করে, তাহলে আইনের ৮১ ধারা অনুযায়ী সর্বোচ্চ ৫০ হাজার টাকা জরিমানা, ছয় মাসের কারাদণ্ড বা উভয় দণ্ড দেওয়া হবে। এছাড়া চালকের লাইসেন্স থেকে এক পয়েন্ট কেটে নেওয়ার বিধানও রয়েছে।
এর প্রতিবাদে আজ সকাল থেকে রাজধানীর মিরপুর-১, মিরপুর-১৪ ও রামপুরায় সিএনজিচালিত অটোরিকশা চালকরা সড়ক অবরোধ করেন।
এছাড়া গত বৃহস্পতিবার বাধ্যতামূলক মিটার ব্যবহারের সিদ্ধান্তের প্রতিবাদে রাজধানীর মিরপুর রোড অবরোধ করে বিক্ষোভ করেন সিএনজিচালিত অটোরিকশা চালকরা। ওইদিন সকাল সাড়ে ১০টা থেকে সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল, গণভবন ও কলেজ গেটের সামনে বিক্ষোভ শুরু করেন তারা।
(ঢাকাটাইমস/১৬ফেব্রুয়ারি/এসএস/এলএম/এফএ)

মন্তব্য করুন