চ্যাম্পিয়ন্স ট্রফি: পন্টিংয়ের মতো বাংলাদেশের সম্ভাবনা দেখছেন না ডি ভিলিয়ার্সও

শেষ হতে চলেছে অপেক্ষার প্রহর। কেননা চলতি মাসের ১৯ তারিখে পর্দা উঠছে মিনি বিশ্বকাপ খ্যাত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরের। আট দলের আসন্ন এই টুর্নামেন্টকে নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা। কারা কারা খেলবে সেমিফাইনাল, কারাই বা খেলবে ফাইনালে তা নিয়েও চলছে পর্যালোচনা।
সাবেক ক্রিকেটার থেকে ক্রিকেট বিশ্লেষকরাও ভবিষ্যদ্বাণী করছেন চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে। কয়েকদিন আগেই টুর্নামেন্টে বাংলাদেশের সম্ভাবনা একদমই নেই বলে মন্তব্য করেছিলেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক রিকি পন্টিং। এবার একই সুর এবি ডি ভিলিয়ার্সের কণ্ঠে। তবে বাংলাদেশের সামর্থ্যকে সমীহ করেছেন ৩৬০ ডিগ্রি খ্যাত সাবেক এই ক্রিকেটার।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে ভারত পাকিস্তান এবং নিউজিল্যান্ডকে। ডি ভিলিয়ার্সের মতে, ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ডকে টপকে বাংলাদেশের সেমিফাইনাল খেলার খুব একটা সম্ভাবনা নেই। তবে তিনি এটাও মনে করেন যে নিজেদের দিনে যে কোনো দলকে চমকে দিতে পারে টাইগাররা।
নিজের ইউটিউব চ্যানেলের এক ভিডিওতে বাংলাদেশের স্কোয়াড সম্পর্কে কথা বলতে গিয়ে ডি ভিলিয়ার্স বলেন, ‘বাংলাদেশের নেতৃত্বে রয়েছে নাজমুল হোসেন শান্ত। সে দারুণ ধারাবাহিক। এ কারণেই বাংলাদেশিরা তাকে অধিনায়ক হিসেবে পেয়ে খুশি হবে। সামনে থেকে নেতৃত্ব দিতে পারে। মুশফিকুর রহিম দারুণ একজন অভিজ্ঞ ক্রিকেটার। বেশ ব্যালেন্সড একটি দল। দারুণ দল। তবে আমি মনে করি না এটি টুর্নামেন্ট জেতার মত কোনো দল। যদিও কিছুটা রূঢ় শোনাতে পারে কথাগুলো।’ তিনি আরও বলেন, ‘তাদের সামর্থ্য আছে আপসেট (অঘটন) ঘটানোর। তাসকিন আহমেদ আছে দারুণ ডানহাতি পেসার। মেহেদী হাসান মিরাজও দারুণ অলরাউন্ডার। মাহমুদউল্লাহ দারুণ একজন ক্রিকেটার, তার খেলা দেখতে আমার বেশ ভালো লাগে। তবে আমার মনে হয় না তারা নক আউটে যেতে পারবে। বাংলাদেশি সমর্থকরা আমার এই কথার জন্য আমাকে ঘৃণা করতে পারেন। আমি দুঃখিত।
বাংলাদেশের যেকোনো সময় জ্বলে ওঠার ক্ষমতার কথা ভুলে যাননি ডি ভিলিয়ার্স, 'আমার মনে হয় না তারা (বাংলাদেশ) নক আউটে যেতে পারবে। তবে তাদের সামর্থ্য আছে আপসেট ঘটানোর, কোনো একটি বড় দলকে হারিয়ে দেওয়ার। এটাই সত্যি কথা। তারা ভালো দল, তবে আমার মতে, চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার মত দল এটি নয়। বাংলাদেশকে এই টুর্নামেন্টের জন্য শুভকামনা।’ বাংলাদেশের মতো আফগানদেরও সেমিফাইনালে যাওয়ার তেমন সম্ভাবনা দেখছেন না ডি ভিলিয়ার্স। তবে এই দুই দলের মধ্যে যে কেউ সেমিতে যেতে পারলে ক্রিকেটের জন্য ভালো হবে বলে মনে করেন দক্ষিণ আফ্রিকার সাবেক এই ব্যাটার।
(ঢাকাটাইমস/১৬ ফেব্রুয়ারি/এনবিডব্লিউ)

মন্তব্য করুন