যুব মহিলা লীগের নেত্রী রিতা খান গ্রেপ্তার

রাজধানীর উত্তরা থেকে ঢাকা মহানগর উত্তর যুব মহিলা লীগের নেত্রী রিতা খানকে (৪৭) গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যার অভিযোগে একাধিক মামলা রয়েছে।
রবিবার সন্ধ্যায় উত্তরা ৭ নম্বর সেক্টরের একটি বাড়িতে অভিযান চালিয়ে রিতাকে গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানা-পুলিশ।
সোমবার উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, রিতা খান দীর্ঘদিন ধরে উত্তরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে সক্রিয় ভূমিকা পালন করেছিলেন। যার ছবি ও প্রমাণ বিভিন্ন মিডিয়ায় রয়েছে। তার বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় হত্যার অভিযোগে একাধিক মামলা রয়েছে বলে জানান ওসি।
পুলিশ জানায়, রিতা খানকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হবে।
গ্রেপ্তার হওয়া রিতা খান সাবেক তুরাগ থানা যুব মহিলা লীগের নেত্রী ছিলেন। তিনি তুরাগের বাউনিয়া দলিপাড়া এলাকার মৃত রহমত হোসেন খানের মেয়ে।
(ঢাকাটাইমস/১৭ফেব্রুয়ারি/এলএম/এজে)

মন্তব্য করুন