শেরপুরে জেল পলাতক আসামি গ্রেপ্তার 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৩৬
অ- অ+

শেরপুরে নালিতাবাড়ীর বাগিচাপুরে আঞ্জুমানারা খাতুনকে হত্যার উদ্দেশ্যে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগে বিচারাধীন মামলার জেল পলাতক আসামি মো. গিয়াস উদ্দিন প্রকাশ গেসুকে (৫৫) গ্রেপ্তার করেছে এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)। গ্রেপ্তারকৃত গেসু শেরপুরের নালিতাবাড়ী থানার মৃত মিয়া হোসেনের ছেলে।

মঙ্গলবার শেরপুর জেলার নালিতাবাড়ীর বাগিচাপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এটিইউ জানায়, ২০২৩ সালের ২৫ ডিসেম্বর সন্ধ্যায় গ্রেপ্তারকৃত আসামি ও তার সহযোগীরা সম্পত্তির বিরোধের জের ধরে নালিতাবাড়ী থানাধীন বাগিচাপুর গ্রামের বাসিন্দা আঞ্জুমানারা খাতুনকে তার নিজ বসতঘর থেকে টেনে হিঁচড়ে বের করে পার্শ্ববর্তী একটি পুকুর পাড়ে এনে হত্যার উদ্দেশ্যে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। আঞ্জুমানারা খাতুনের আর্তচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরবর্তীতে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট, ঢাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৯ ডিসেম্বর আঞ্জুমানারা খাতুনের মৃত্যু হয়।

এ ঘটনায় ভিকটিমের মেয়ে বাদী হয়ে নালিতাবাড়ী থানায় গ্রেপ্তার মো. গিয়াস উদ্দিন প্রকাশ গেসু (৫৫) ও তার সহযোগীদের বিরুদ্ধে নালিতাবাড়ী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলাটির তদন্ত শেষে আসামি গেসু (৫৫) ও তার স্ত্রীর বিরুদ্ধে বিজ্ঞ আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হয়। মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে।

এটিইউ আরও জানায়, এ মামলায় গ্রেপ্তারের পর গেসু শেরপুর জেলা কারাগারে আটক ছিল। কিন্তু ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর উদ্ভূত পরিস্থিতির সুযোগে আসামি মো. গিয়াস উদ্দিন প্রকাশ গেসু (৫৫) শেরপুর জেলা কারাগার থেকে পলায়ন করেন। এ ঘটনায় কারা কর্তৃপক্ষ শেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন। এরপর থেকে আসামি দীর্ঘদিন যাবৎ বিভিন্ন এলাকায় আত্মগোপন করেছিলেন। গতকাল এটিইউ আসামীর অবস্থান শনাক্ত করে নালিতাবাড়ী থানা পুলিশের সহায়তায় তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

গ্রেপ্তারকৃত আসামিকে নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

(ঢাকাটাইমস/১৯ফেব্রুয়ারি/এলএম/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রবাসী স্বামীকে বিদায় জানানো হলো না, বজ্রপাতে প্রাণ গেল গৃহবধূর
বগুড়ায় সারজিসের উপস্থিতিতে এনসিপির সমাবেশে দুই গ্রুপের মারামারি, ধাওয়া-পাল্টা ধাওয়া
বাংলাদেশে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীন
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের ২০০ কেজি ওজনের বোমা পাওয়া গেল মুন্সীগঞ্জে, নিষ্ক্রিয় করল সিটিটিসি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা