হার দিয়ে শুরু বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি ২০২৫, ২২:২৪| আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৫, ২২:৩৭
অ- অ+

চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরে খেলতে দেশ ছাড়ার আগে শিরোপার স্বপ্নের কথা শুনিয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। এমনকি ভারতের বিপক্ষে প্রথম ম্যাচের আগে বলেছিলেন যে কোনো দলকে হারানোর সক্ষমতা রয়েছে বাংলাদেশের। তবে কথার ফুলঝুড়ি ছোটালেও মাঠের খেলায় পুরোপুরি ব্যর্থ টাইগাররা। চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে বড় ব্যবধানে হেরে আসর শুরু করলো বাংলাদেশ।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) ভারতের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে হৃদয়ের সেঞ্চুরিতে ভর করে ৪৯ ওভার ৪ বলে ২২৮ রান তুলে অলআউট হয়েছে বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে শুভমান গিলের সেঞ্চুরিতে ভর করে ৪৬ ওভার ৩ বলে ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত।

ভারতের হয়ে আজ ওপেনিংয়ে নামেন রোহিত শর্মা ও শুভমান গিল। ব্যাটিংয়ে নেমেই বাংলাদেশি বোলারদের ওপর চড়াও হয়ে খেলতে থাকেন তারা। প্রথম ৯ ওভারেই তুলে নেন ৬৫। তবে এর পরের ওভারেই এই জুটিকে থামিয়ে বাংলাদেশকে ব্রেকথ্রু এনে দেন তাসকিন আহমেদ।

তাসকিনের বলে রিশাদ হোসেনের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরে যান রোহিত শর্মা। আউট হওয়ার আগে করেন ৩৬ বলে ৪১ রান। মাত্র ৯ রানের জন্য অর্ধশতক মিস করেন তিনি। তার বিদায়ে ৬৯ রানে প্রথম উইকেট হারায় ভারত।

রোহিত শর্মার বিদায়ের পর ক্রিজে আসেন বিরাট কোহলি। দেখেশুনেই খেরতে থাকেন তিনি। তবে থিতু হয়েও নিজের ইনিংস বড় করতে পারেননি তিনি। ইনিংসের ২৩তম ওভারে রিশাদের বলে স্লিপে দাঁড়িয়ে থাকা সৌম্যের হাতে সহজ ক্যাচ দিয়েছেন কোহলি। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ৩৮ বলে ২২ রান।

বিরাট কোহলিরর বিদায়ের পর শ্রেয়াস আইয়ারকে নিয়ে লড়াই চালিয়ে যেতে থাকেন শুভমান গিল। ৬৯ বলে তুলে নেন ব্যক্তিগত অর্ধশতক। তবে তাকে সঙ্গ দেওয়া শ্রেয়াস আইয়ার আজ ব্যর্থ ছিলেন। চারে নেমে ১৫ রানের বেশি করতে পারেননি তিনি। এই মিডল অর্ডার ব্যাটারকে ফিরিয়েছেন মুস্তাফিজুর রহমান।

শ্রেয়াস আইয়ারের পথ ধরে দ্রুত সাজঘরে ফিরে যান অক্ষর প্যাটেলও। তাকে ফেরান রিশাদ হোসেন। রিশাদের শিকার হয়ে মাত্র ৮ রান করেই সাজঘরে ফিরে যান তিনি। তার বিদায়ে ১৪৪ রানে ৪ উইকেট হারায় ভারত।

এই দুই ব্যাটারের বিদায়ের পর অপর প্রান্ত থেকে ব্যাট চালিয়ে সেঞ্চুরির দ্বারপ্রান্তে পৌঁছে যায় গিল। ১২৫ বলে সেঞ্চুরি তুলে নেন এই ডান হাতি ব্যাটার। শেষ পর্যন্ত রাহুলের ৪৭ বলে ৪১ রান এবং শুভমান গিলের ১২৯ বলের অপরাজিত ১০১ রানে ভর করে ৪৬ ওভার ৩ বলে ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত।

বাংলাদেশের হয়ে ৩৮ রানে ২ উইকেট শিকার করেছেন রিশাদ। তাছাড়া একটি করে উইকেট পেয়েছেন তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।

এর আগে ভারতের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। তবে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি টাইগারদের। ব্যাটারদের আসা যাওয়ার মিছিলে মাত্র ৩৫ রানেই ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে টাইগাররা। এরপরেই জুটি গড়ে দলকে টেনে তোলার চেষ্টা করছেন জাকের আলী অনিক ও তাওহীদ হৃদয়। জাকের আলী অনিক ৬৮ রানে ফিরে গেলেও নিজের ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নিয়েছেন তাওহীদ হৃদয়।

তার সেঞ্চুরিতে ভর করে ৪৯ ওভার ৪ বলে ২২৮ রান তুলে অলআউট হয় বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ১০০ রান করেন তিনি। ভারতের হয়ে ৫৩ রানে ৫ উইকেট শিকার করেছেন মোহাম্মদ শামি।

ঢাকাটাইমস/২০ ফেব্রুয়ারি/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাম্য হত্যা: শাহবাগ থানা ঘেরাও, আসামিদের গ্রেপ্তারে ৪৮ ঘণ্টার আলটিমেটাম
তথ্য উপদেষ্টাকে বোতল ছুঁড়ে মারার ঘটনায় একজনকে জিজ্ঞাসাবাদ করছে ডিবি
মার্কিন পণ্যে শুল্কছাড় নিয়ে ট্রাম্পের দাবি নাকচ করল ভারত
৪৬ কোটি টাকার উদ্ধারকৃত মাদক ধ্বংস করল কোস্টগার্ড
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা