রিকেলটনের সেঞ্চুরি ও ৩ হাফ সেঞ্চুরিতে প্রোটিয়াদের বড় সংগ্রহ

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৫১
অ- অ+

আফগানস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু করেছে সাউথ আফ্রিকা। এই ম্যাচে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল প্রোটিয়ারা। টস জিতে ব্যাটিংয়ে নেমে রায়ান রিকেলটনের সেঞ্চুরি ও তিন হাফ সেঞ্চুরিতে ভর করে আফগানিস্তানের বিপক্ষে ৬ উইকেটে ৩১৫ রান সংগ্রহ করেছে প্রোটিয়ারা।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) করাচিতে দক্ষিণ আফ্রিকার হয়ে আজ ওপেনিংয়ে নামেন রায়ান রিকেলটন ও টনি ডি জর্জি। শুরুটা দেখেশুনেই করেন তারা। প্রথম ৫ ওভারে তুলে নেন ২৮ রান। তবে তার পরের ওভারেই এই জুটিকে থামান মোহাম্মদ নবি।

মোহাম্মদ নবির বলে মিড অনে আজমতউল্লাহ ওমরজাইয়ের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরে যান টনি ডি জর্জি। আউট হওয়ার আগে করেন ১১ বলে ১১ রান। তার বিদায়ে ২৮ রানে ওপেনিং জুটি ভাঙে দক্ষিণ আফ্রিকার।

টনি ডি জর্জির বিদায়ের পর ক্রিজে আসেন টেম্বা বাভুমা। তাকে সঙ্গে নিয়ে দেখেশুনেই খেলতে থাকেন রায়ান রিকেলটন। আফগানদের বিপক্ষে আজ তিনি ৪৮ বলে তুলে নেন ব্যক্তিগত অর্ধশতক।

রায়ান রিকেলটনের পর অর্ধশতক তুলে নেন টেম্বা বাভুমাও। আফগানিস্তানের বিপক্ষে আজ তিনি ৬৩ বলে পূর্ণ করেন তিরি। এই দুই ব্যাটারের জোড়া অর্ধশতকে বড় সংগ্রহের পথে এগোতে থাকে দক্ষিণ আফ্রিকা।

অবশেষে দলীয় ১৫৭ রানে এই জুটিকে থামিয়ে আফগানদের ব্রেকথ্রু এনে দেন মোহাম্মদ নবি। মোহাম্মদ নবির বলে ডিপ মিড উইকেটে সেদিকউল্লাহ অতলের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরে যান অর্ধশতক তুলে নেওয়া টেম্বা বাভুমা। তার বিদায়ে ভাঙে ১২৯ রানের জুটি।

টেম্বা বাভুমার বিদায়ের পর রসি ভ্যান ডার ডাসেনকে সঙ্গে নিয়ে দেখেশুনে খেলতে থাকেন রায়ান রিকেলটন। ৪৮ বলে অর্ধশতক তুলে নেওয়ার পর ১০১ বলে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি।

তবে সেঞ্চুরি তুলে নেওয়ার পর নিজের ইনিংসকে আর বেশিদূর নিয়ে যেতে ব্যর্থ হন তিনি। ১০৬ বলে ১০৩ রান করে রান আউটের শিকার হয়ে সাজঘরে ফিরে যান তিনি। তার বিদায়ে ২০১ রানে ৩ উইকেট হারায় প্রোটিয়ারা।

এরপর এইডেন মার্করামকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন রসি ভ্যান ডার ডাসেন। তিনিও আজ আফগানদের বিপক্ষে তুলে নেন ব্যক্তিগত অর্ধশতক। তবে অর্ধমতক তুলে নেওয়ার পর তাকে আর বেশি সময় ক্রিজে থাকতে দেননি নুর আহমেদ।

নুর আহমেদের বলে হাসমতউল্লাহ শহিদির হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরে যান রসি ভ্যান ডার ডাসেন। আউট হওয়ার আগে করেন ৪৬ বলে ৫২ রান। তার বিদায়ে ভাঙে ৪৭ রানের জুটি।

এই জুটি ভাঙার পর এইডেন মার্করাম ও ডেভিড মিলার মিলে সংগ্রহ বাড়াতে থাকেন। আফগান বোলারদের ওপর তাণ্ডব চালিয়ে ৩৩ বলে অর্ধশতক তুলে নেন তিনি। তবে তাকে সঙ্গ দেওয়া ডেভিড মিলার ১৪ রান করেই সাজঘরে ফিরে যান।

ডেভিড মিলারের বিদায়ের পর ক্রিজে আসেন উইন মুলডার। খেলেন ৬ বলে ১২ রানের অপরাজিত ইনিংস। তার ৬ বলে অপরাজিত ১২ ও এইডেন মার্করামের ৩৬ বলে অপরাজিত ৫২ রানে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩১৫ রান সংগ্রহ করেছে দক্ষিণ আফ্রিকা।

(ঢাকাটাইমস/২১ ফেব্রুয়ারি/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মোহাম্মদপুরে ৩৮০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
সাংবাদিক সাইদুরের প্রাণনাশের হুমকির প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ 
শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার তদন্ত রিপোর্ট দাখিল সোমবার
এবার বাংলাদেশের চার টিভি চ্যানেল ইউটিউবে বন্ধ করল ভারত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা