ক্ষুদ্র ঋণের প্রসারে ড. ইউনূসের ভূমিকা নিয়ে অ্যালেক্স কাউন্টসের বই একুশে বইমেলায়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:১১| আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৩২
অ- অ+

ক্ষুদ্রঋণের প্রসারে ড. মুহাম্মদ ইউনূসের অসামান্য ভূমিকা নিয়ে লেখা বই ‘স্মল লোনস, বিগ ড্রিমস’ এবারের অমর একুশে বইমেলায় পাওয়া যাচ্ছে। গ্রামীণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা অ্যালেক্স কাউন্টসের লেখা বইটিতে ড. ইউনূস ও গ্রামীণ ব্যাংকের মাধ্যমে বাংলাদেশে ক্ষুদ্রঋণের যে উদ্ভাবন ও বিকাশ ঘটেছে, তার ক্ল্যাসিক বিবরণ তুলে ধরা হয়েছে। ক্ষুদ্রঋণ নিয়ে ছোট ব্যবসা শুরু করার মধ্য দিয়ে একজন প্রান্তিক নারী কীভাবে জীবন বদলে ফেলেছেন সেই চিত্র তুলে আনা হয়েছে এই বইয়ে।

অ্যালেক্স কাউন্টস ২০০৮ সালে বইটি লেখেন। এবার বইটির এশীয় সংস্করণ বের করা হয় এবং অমর একুশে বইমেলায় এটি প্রথমবারের মতো আনা হয়েছে। বইটি প্রকাশ করেছে ইউপিএল।

‘স্মল লোনস, বিগ ড্রিমস’-এর এশীয় সংস্করণে অ্যালেক্স কাউন্টস ক্ষুদ্রঋণের ইতিহাস তুলে ধরার পাশাপাশি দেখিয়েছেন কীভাবে অর্থনৈতিক মন্দা থেকে শুরু করে পরিবেশগত সংকটসহ বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় গ্রামীণ ব্যাংক তার কর্মপদ্ধতি পরিবর্তন করেছে। তিনি গ্রামীণ মডেল নিয়ে সমালোচকদের নানা প্রশ্নের জবাব দিয়েছেন এবং ড. ইউনূসের অসাধারণ দৃষ্টিভঙ্গির দীর্ঘমেয়াদি প্রভাব ব্যাখ্যা করেছেন।

শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সহায়তায় অ্যালেক্স কাউন্টস ১৯৯৭ সালে গ্রামীণ ফাউন্ডেশন প্রতিষ্ঠা এবং এর সভাপতি ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।

এছাড়া তিনি ২০১৬-১৭ সালে আমেরিকান ইন্ডিয়া ফাউন্ডেশনের সভাপতি ও সিইও হিসেবে কাজ করেন। কর্নেল বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে তিনি জন এফ. কেনেডি মেমোরিয়াল অ্যাওয়ার্ড লাভ করেন।

(ঢাকাটাইমস/২২ফেব্রুয়ারি/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
উত্তরায় প্রাইভেটকারসহ দুই অপহরণকারী গ্রেপ্তার
প্রধান উপদেষ্টার পক্ষ থেকে নতুন ঘর পেল চার জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবার
ঈদের আগেই আসছে নতুন নোট, নকশায় থাকছে জুলাই অভ্যুত্থানের গ্রাফিতি
টাঙ্গাইলে ৫ বছরেও অসমাপ্ত ব্রিজের নির্মাণকাজ! ঠিকাদার লাপাত্তা ৬ মাস 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা