বৈষম্যবিরোধী আন্দোলনে গুলি: রাজশাহীতে জামিনে থাকা আসামিকে গ্রেপ্তারের দাবি

রাজশাহী ব্যুরো, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৩২| আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৩৯
অ- অ+

রাজশাহী নগরীর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে প্রকাশ্যে গুলি চালানো হোসেন আলী ও তার আশ্রয়দাতা জুয়াড়ী কালু তানজীরকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন মেসার্স শাহরিন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মাহমুদ হাসান শিশিল। এসময় তার বিরুদ্ধে করা মিথ্যাচারেরও প্রতিবাদ জানান।

সোমবার দুপুরে রাজশাহী প্রেসক্লাব মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে মাহমুদ হাসান বলেন, ‘মহানগরীর চন্ডিপুর এলাকার সুলতান আলীর ছেলে ও আমার সাবেক কর্মচারী হোসেন আলী আমার প্রতিষ্ঠানে ১০ হাজার টাকা বেতনে কর্মরত ছিলেন। তিনি যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত এবং কুখ্যাত সন্ত্রাসী রুবেলের ঘনিষ্ঠ সহযোগী। কর্মরত অবস্থায় হোসেন আলী একাধিকবার রুবেলকে নিয়ে আমার কাছে এসে ৫০ হাজার থেকে ১ লাখ টাকা পর্যন্ত চাঁদা দাবি করেন। তার ক্রমাগত চাঁদাবাজি ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে আমি তাকে চাকরি থেকে অব্যাহতি দিই। গত ৫ আগস্ট রাজশাহীতে ছাত্র-জনতার মিছিলে হামলার সময় হোসেন আলীকে দুই হাতে আগ্নেয়াস্ত্রসহ গুলি ছুড়তে দেখা যায়, যা বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হয়েছে। পরবর্তীতে গত ১০ আগস্ট রাত সাড়ে ৯টায় রেলগেট এলাকায় ট্রাফিক দায়িত্ব পালনরত শিক্ষার্থীরা একটি প্রাইভেটকার তল্লাশি করে হোসেন আলীকে দুই বস্তা দেশীয় ধারালো অস্ত্র, মাদকদ্রব্য ও নগদ অর্থসহ আটক করে এবং সেনাবাহিনী ও বিজিবির কাছে হস্তান্তর করে। কিন্তু অত্যন্ত দুঃখজনক, এতো গুরুতর অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে যুক্ত থাকা সত্ত্বেও তিনি জামিনে মুক্ত হয়ে প্রকাশ্যে চলাফেরা করছেন। জামিনে মুক্ত হয়ে হোসেন আলী পুনরায় আমাকে হুমকি দিচ্ছেন এবং ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন। এছাড়া তিনি স্থানীয় যুবদলের কতিপয় নেতাকর্মী ও পুলিশ প্রশাসনের দুর্নীতিগ্রস্ত একটি অংশ এবং আওয়ামীপন্থি কিছু সাংবাদিকের সহায়তায় আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ রটাচ্ছেন। এরই ধারাবাহিকতায় গত ২২ ফেব্রুয়ারি তিনি ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আমার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপন করেন। প্রশাসনের কাছে আমার প্রশ্ন অস্ত্র ও মাদকসহ হাতেনাতে আটক এবং আগ্নেয়াস্ত্র ব্যবহার করে গুলি ছোড়ার সুস্পষ্ট প্রমাণ থাকার পরও কেন হোসেন আলীর মতো একজন অপরাধীর বিরুদ্ধে কার্যকর আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে না?’

সংবাদ সম্মেলনে তিনি হোসেন আলীর আশ্রয়দাতা নগরীর ভেড়ীপাড়া এলাকার জুয়াড়ী ইবনে ফাহাদ তানজীর ওরফে কালু তানজীরকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের দপ্তর সম্পাদক শফিক মাহমুদ তন্ময়, নিউ গভঃ ডিগ্রি কলেজের সদস্য সচিব মাহমুদ হাসান লিমন, শাহমুখদুম থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শরিফুল হাসান পরাগ, শাহরিন এন্টারপ্রাইজের ম্যানেজার তন্ময় হোসেন, শাহরিন এন্টারপ্রাইজের সাবেক ম্যানেজার নাজির হোসেন জীবন প্রমুখ।

(ঢাকা টাইমস/২৪ফেব্রুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মিরসরাইয়ে‌ বৃদ্ধকে গলাটিপে হত্যার অভিযোগ
‘ভিডিপি অ্যাডভান্সড কোর্স’ তৃণমূল আনসারে দক্ষ ও দায়িত্বশীল নেতৃত্ব গড়ে তুলবে: মহাপরিচালক
‘কুখ্যাত’ নয়টি ধারা বাতিল করে সাইবার সুরক্ষা অধ্যাদেশ অনুমোদন, ইন্টারনেট মৌলিক অধিকার
নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণী আইন সংশোধনের খসড়া চূড়ান্ত অনুমোদন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা