ইসমাইল নন, বিশ্ব ইনডোরে যাচ্ছেন ৪০০ মিটারের চ্যাম্পিয়ন জহির

চীনের নানজিংয়ে ২১-২৩ মার্চ বিশ্ব ইনডোর অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ হবে। এই প্রতিযোগিতায় বাংলাদেশের একমাত্র অ্যাথলেট হিসেবে অংশ নেবেন জহির রায়হান। শুরুতে সেখানে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করার কথা ছিল দেশের সাবেক দ্রুততম মানব ইমরানুর রহমানের।
কিন্তু ইমরান ব্যক্তিগত কারণ দেখিয়ে জাতীয় অ্যাথলেটিকস এবং ওয়ার্ল্ড ইনডোর অ্যাথলেটিকস থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন। ইমরানুর না করে দেয়ার পর ৪৮তম জাতীয় অ্যাথলেটিকসে ১০০ মিটারে প্রথম হওয়া মোহাম্মদ ইসমাইলের নামটাই বেশি আলোচিত হচ্ছিল। কিন্তু বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন বেছে নিয়েছে জহিরকে।
দিনকয়েক আগে জাতীয় অ্যাথলেটিকসে দশমবারের মতো ৪০০ মিটার দৌড়ে সোনা জিতেছেন জহির। এর আগে গত বছর ফেব্রুয়ারিতে এশিয়ান ইনডোর অ্যাথলেটিকসে প্রথমবার অংশ নিয়েই রুপা জিতেছিলেন এই অ্যাথলেট।
বর্তমান দ্রুততম মানব ইসমাইলকে না নিয়ে জহিরকে কেন নির্বাচিত করা হলো?–এমন প্রশ্নের জবাবে ফেডারেশনের সাধারণ সম্পাদক শাহ আলম বলেন, ‘গত বছর এশিয়ান ইনডোরে জহির রৌপ্য জিতেছে। তাই এবার বিশ্ব ইনডোরে তাকে আমরা নির্বাচিত করেছি। ইসমাইল, জহির সহ আরো দুই একজনের ব্যাপারে আমরা চুলচেরা বিশ্লেষণ করেই সিদ্ধান্ত নিয়েছি।’
এ বছর ২১ মার্চ চীনের নানজিং শহরে বসবে ওয়ার্ল্ড ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের ২০তম আসর। তিন দিনব্যাপী এই প্রতিযোগিতার প্রথম দিনেই ৪০০ মিটারে দৌড়াবেন বাংলাদেশের স্প্রিন্টার জহির রায়হান।
(ঢাকাটাইমস/২৭ ফেব্রুয়ারি/এনবিডব্লিউ)

মন্তব্য করুন