মানিক মিয়া অ্যাভিনিউয়ে জড়ো হচ্ছেন ছাত্র-জনতা, আছেন গণঅভ্যুত্থানে আহতরাও

ব্যাপক আয়োজনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আত্মপ্রকাশ অনুষ্ঠানে অংশ নিতে দলে দলে মানিক মিয়া অ্যাভিনিউতে আসতে শুরু করেছেন ছাত্র-জনতাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
এদিন বেলা ৩টায় জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউয়ে শুরু হবে এই আয়োজনের আনুষ্ঠানিকতা। এতেই নেতৃত্বসহ নানা বিষয়ে জানানো হবে।
নতুন রাজনৈতিক দল ঘোষণাকে কেন্দ্র করে নির্মাণ করা হয়েছে এলইডি ডিসপ্লে সংবলিত বিশাল পূর্বমুখী মঞ্চ। যার সামনে তিন স্তরে চেয়ার ও সোফা সাজানো হয়েছে। অতিথিদের জন্য তৈরি করা হয়েছে বিশেষ বিশ্রামাগার। বৃহস্পতিবার রাত থেকে এসব কার্যক্রম শুরু হয়। এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। রাজধানী ছাড়াও দেশের বিভিন্ন স্থান থেকে শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মানিক মিয়া অ্যাভিনিউতে আসছেন। তাদের কারও কারও কপালে জাতীয় পতাকা বাঁধা দেখা গেছে। গণঅভ্যুত্থানে আহত অনেককেও আসতে দেখা গেছে।
এদিকে বিশাল মঞ্চের পাশাপাশি মানিক মিয়া অ্যাভিনিউতে বানানো হয়েছে ভ্রাম্যমাণ ওয়াশরুম ও বিভিন্ন বুথ। এছাড়া রাখা হয়েছে মেডিকেল টিম ও বিশুদ্ধ পানির সুব্যবস্থা। নিরাপত্তায় দায়িত্ব পালন করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
আয়োজক কমিটির প্রতিনিধি আবু সাইদ রিও বলেন, “অনুষ্ঠান উপলক্ষে স্বেচ্ছাসেবী টিম গঠন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি, বিশুদ্ধ পানি, ভ্রাম্যমাণ টয়লেট ও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। সুষ্ঠুভাবে আয়োজন সম্পন্ন করতে যত প্রস্ততি সবই আমাদের রয়েছে।”
এদিকে সড়কের ওপর মঞ্চ তৈরি করায় মিরপুর সড়কের আড়ং থেকে খামারবাড়িমুখী রাস্তা বন্ধ রয়েছে। আড়ং মোড়ে ব্যারিকেড দিয়ে সেটি বন্ধ করে দেওয়া হয়। ফলে সেই রাস্তায় যান চলচল বন্ধ রয়েছে। তবে খামারবাড়ি থেকে আড়ং অভিমুখী রাস্তা খোলা রয়েছে। সেই রাস্তায় যান চলাচল করছে। এছাড়া মানিক মিয়া অ্যাভিনিউর মাঝখানের ক্রসিং খোলা থাকায় সেখান দিয়ে যানবাহন ইউটার্ন নিতে পারছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ছাত্র-জনতার অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। পতন হয় আওয়ামী লীগ সরকারের। গত ১৪ সেপ্টেম্বর ওই আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্রদের উদ্যোগে আত্মপ্রকাশ করে জাতীয় নাগরিক কমিটি। এরপর নতুন রাজনৈতিক দল গঠনের প্রস্তুতি শুরু হয়।
এরই মধ্যে রাজনৈতিক দলের নাম প্রকাশ করা হয়েছে। আজ বড় আয়োজনে মানিক মিয়া অ্যাভিনিউয়ে জমায়েতের মাধ্যমে বহুল কাঙ্ক্ষিত ‘জাতীয় নাগরিক পার্টির’ (এনসিপি) আত্মপ্রকাশ ঘটবে। আহ্বায়ক হচ্ছেন নাহিদ ইসলাম আর সদস্য সচিব আখতার হোসেন। জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব পদে আসছে দুই নারী নেতৃত্ব। সেই সঙ্গে ১৫১ সদস্য বিশিষ্ট কমিটিও ঘোষণা হতে পারে।
এছাড়া, নাসীরুদ্দীন পাটওয়ারীকে প্রধান সমন্বয়কারী, হাসনাত আবদুল্লাহকে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সারজিস আলমকে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক পদে চূড়ান্ত করা হয়েছে। ১৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণার পর ধাপে ধাপে সদস্য সংখ্যা বাড়িয়ে ৩০০ থেকে ৫০০ করা হতে পারে। জাতীয় নাগরিক কমিটির যারা দলে যোগ দিচ্ছেন তাদের সদস্য পদ বাতিল হয়ে যাবে। সেই নাগরিক কমিটি ফাউন্ডেশন হিসেবে কাজ করবে।
(ঢাকাটাইমস/২৮ফেব্রুয়ারি/এলএম/এফএ)

মন্তব্য করুন