রাউজানে মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত আবদুল্লাহ আল নোমান

চট্টগ্রামের রাউজান গহিরা হাইস্কুল মাঠে জানাজা শেষে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমানকে মা-বাবার কবরের পাশে পারিবারিক করবস্থানে দাফন করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা জিসান বিন মাজেদ ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অংছিং মারমার উপস্থিতিতে তাকে গার্ড অব অনার দেওয়া হয়।
জানাজা শেষে বৃহত্তর গহিরার মরহুমের বাড়ির পারবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। সেখানে রাজনৈতিক দলসহ বিভিন্ন প্রতিষ্ঠান তার প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।
জানাজায় চট্টগ্রাম নগরীরসহ বিভিন্ন উপজেলা থেকে হাজার হাজার রাজনৈতিক সহকর্মী, শুভাকাঙ্ক্ষী উপস্থিত হন।
জানাজায় উপস্থিত থেকে আবদুল্লাহ আল নোমানের স্মৃতিচারণ করেন বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকার, উপদেষ্টা আসলাম চৌধুরী, চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মীর মুহাম্মদ হেলাল উদ্দিন, শ্রমিক দলের কেন্দ্রীয় নেতা নাজিম উদ্দিন আলম, কেন্দ্রীয় বিএনপির সদস্য সাথী উদয় কুসুম বড়ুয়া, চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী বেলাল উদ্দিন, উত্তর জেলা নেতা এম.এ হালিম, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য আবু জাফর চৌধুরী, হাটহাজারী উপজেলার সাবেক চেয়ারম্যান মাহাবুল আলম চৌধুরী, বিএনপি নেতা অধ্যাপক জসিম উদ্দীন চৌধুরী, নুরুল হুদা চেয়ারম্যান, ফিরোজ আহম্মদ, হাসান জসিম, ছৈয়দ মঞ্জুরুল আলম, শফিউল আলম চৌধুরী, সাবের সুলতান কাজল, জিএম মোরশেদ, নুরুল হুদা, কাজী আনিসুজ্জামান সোহেল, মোজাম্মেল, শাহাজান শাকিল, মো. হাকিম, লিটন মাহাজন, আহম্মেদ সুকাণো, তসলিম উদ্দিন, ছোটন আজম, জুয়েল চৌধুরী, সালাউদ্দিন, এনামুল্লাহ প্রমুখ।
(ঢাকাটাইমস/০১মার্চ/এফএ)

মন্তব্য করুন