জামালপুর জেলা বিএনপির কমিটি বাতিলের দাবিতে মিছিল-সমাবেশ

জামালপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০১ মার্চ ২০২৫, ১৮:০৬
অ- অ+

জামালপুর জেলা বিএনপির কমিটিতে ১৭ বছর ধরে একই পদে থাকা আট বছরের মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে বিএনপি সব অঙ্গসংগঠনের তৃণমূলের নেতাকর্মীরা। শনিবার (০১ মার্চ) বিকাল চারটায় শহরের বকুলতলা চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে দয়াময়ী চত্বরে গিয়ে শেষ হয়। মিছিল শুরুর আগে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহম্মেদ, শহর বিএনপির সহ-সভাপতি মোশারফ হোসেন, যুবদল নেতা বিষ্ণু চন্দ মন্ডল, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাহাবুবর রহমান জ্বিলানী এবং জেলা ছাত্রদলের সহ-সভাপতি সাহাদত হোসেন সাগর।

নেতাকর্মীরা জানান, বিগত ১৭ বছর ধরে জেলা কমিটির সভাপতি সাধারণ-সম্পাদকসহ সব পদে একই ব্যক্তি দায়িত্বে রয়েছেন। ছাড়া গত আট বছর হলো জামালপুর জেলা বিএনপি কমিটিও মেয়াদোত্তীর্ণ হয়ে পড়েছে।

আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে কমিটি ভেঙে দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশমতো কমিটি দেয়ার দাবি জানান নেতাকর্মীরা। পরে একটি মিছিল বের করে শহর প্রদক্ষিণ করে দয়াময়ী চত্বরে গিয়ে শেষ হয়।

(ঢাকাটাইমস/১মার্চ/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বাগেরহাটের সাবেক এমপি মিলনসহ আওয়ামী লীগের ৯ জন গ্রেপ্তার
‘ভাইয়ার দিকে খেয়াল রেখো’, খালেদা জিয়ার যে কথা প্রশংসা কুড়িয়েছে
পৃথিবীর একমাত্র প্রাণী যার দুধের রঙ কালো, নাম শুনলে চমকে উঠবেন
ঢাকাসহ দেশের ১০ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা