বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা মামলার আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৬ মার্চ ২০২৫, ১৯:৪৭
অ- অ+

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মধ্যে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় মো. সাইদুল ইসলাম ইয়াসিন হত্যার ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারনামীয় আসামি মো. মোস্তাকিমকে (২০) গ্রেপ্তার করেছে র‍্যাব। গত মঙ্গলবার যাত্রাবাড়ীর শেখপাড়া মসজিদ এলাকা থেকে র‍্যাব-১০ এর একটি দল তাকে গ্রেপ্তার করে।

বৃহস্পতিবার সন্ধ্যায় র‍্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের তথ্য জানান।

তিনি জানান, গত ১৪ আগস্ট রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন বিভিন্ন এলাকায় ছাত্র-ছাত্রী এবং সাধারণ জনগণের শান্তিপূর্ণভাবে আন্দোলন করার সময় বেশ কিছু অস্ত্রধারী সন্ত্রাসীরা ধারালো অস্ত্র, রড এবং লাঠি-সোটাসহ বিভিন্ন প্রকার অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে তাদের ওপর হামলা করে। এসময় হামলাকারীরা মো. সাইদুল ইসলাম ইয়াসিনকে ধারালো অস্ত্র দিয়ে পিটিয়ে এবং কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে যাত্রাবাড়ী থানার সামনে ফেলে রাখে। পরবর্তীতে স্থানীয়রা ইয়াসিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসারত অবস্থায় মারা যান।

এ ঘটনায় ভিকটিম সাইদুলের মা বাদী হয়ে রাজধানীর যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে যাত্রাবাড়ী থানার অধিযাচন পত্রের ভিত্তিতে র‌্যাব-১০ এর আভিযানিক দল যাত্রাবাড়ীর শেখপাড়া মসজিদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

(ঢাকাটাইমস/০৬মার্চ/এলএম/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যাত্রাবাড়ীতে ২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার 
কারফিউয়ে থমথমে গোপালগঞ্জ, যৌথ বাহিনীর অভিযানে আটক ১৪
বিশ্বের ৪০০ উদ্ভাবনী বিশ্ববিদ্যালয়ের মধ্যে ২৫৭তম উত্তরা ইউনিভার্সিটি
লঙ্কানদের মাটিতে ইতিহাস গড়া জয় টাইগারদের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা