হাজীগঞ্জ পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ‘ডিম রাব্বি’ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৬ মার্চ ২০২৫, ২৩:৪৪| আপডেট : ০৬ মার্চ ২০২৫, ২৩:৪৭
অ- অ+

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে চাঁদপুরের হাজীগঞ্জ থানার আলোচিত আজাদ সরকার হত্যা মামলার অন্যতম এজাহারনামীয় আসামি মেহেদী হাসান রাব্বী ওরফে ডিম রাব্বিকে (৩০) গ্রেপ্তার করেছে র‍্যাব। গ্রেপ্তারকৃত রাব্বি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের হাজীগঞ্জ পৌর সাধারণ সম্পাদক।

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে র‌্যাব-২ এর একটি দল তাকে গ্রেপ্তার করে বলে জানিয়েছেন ব্যাটালিয়নটির সিনি. সহকারী পরিচালক (মিডিয়া) খান আসিফ তপু।

তিনি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন কর্মসূচিকে কেন্দ্র করে কতিপয় দুস্কৃতিকারী ও স্বার্থান্বেষী মহল কোমলমতী শিক্ষার্থীদের ওপর নির্বিচারে গুলি করে। তারা গত ৪ আগস্ট আজাদ সরকারকে চাপাতি ও ডেগার দিয়ে কুপিয়ে হত্যা করে।

এ ঘটনায় হাজিগঞ্জ থানায় দায়েরকৃত হত্যা মামলায় বৃহস্পতিবার সন্ধ্যায় হাজারীবাগ থানা এলাকায় অভিযান পরিচালনা করে মামলার এজাহারনামীয় আসামি নিষিদ্ধ ঘোষিত সংগঠন হাজীগঞ্জ পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বী ওরফে ডিম রাব্বিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

(ঢাকাটাইমস/০৬মার্চ/এলএম/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালগঞ্জে এনসিপির উপর হামলার ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল 
ডাবলিনে গ্রেটার মৌলভীবাজার অ্যাসোসিয়েশন অফ আয়ারল্যান্ডের বার্ষিক সভা অনুষ্ঠিত 
এনসিপি ফের গোপালগঞ্জ যাবে, প্রতিটি ঘরে গণঅভ্যুত্থানের পতাকা উড়বে: নাহিদ ইসলাম
লাইট ইঞ্জিনিয়ারিং পণ্যের আন্তর্জাতিক বাজার জয়ের কৌশলগত বিশ্লেষণ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা