সকালের শরীরচর্চা অকাল মৃত্যুর ঝুঁকি বাড়ায়! এ কী বলছে গবেষণা! 

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ মার্চ ২০২৫, ০৯:০৯
অ- অ+

শরীরচর্চা হলো মন ও শরীর ভালো রাখার চাবিকাঠি। তাই নিয়মিত শরীরচর্চা খুব গুরুত্বপূর্ণ। কারণ, সুস্থ ও দীর্ঘায়ুর জন্য কেবল স্বাস্থ্যকর খাবার নয়, প্রয়োজন নিয়মিত শরীরচর্চার। এটি রোগ প্রতিরোধে সাহায্য করে। শরীরচর্চার জন্য সঠিক সময় বলে কিছু হয় না।

সাধারণত সকালবেলাকে শরীরচর্চার জন্য সর্বোত্তম সময় বলে মনে করা হয়। বিশেষ করে যখন সকালে খালি পেটে শরীরচর্চা করা হয়। তবে সকালের এই শরীরচর্চা নাকি অকালমৃত্যুর ঝুঁকি বাড়াতে পারে! এমনটাই দাবি করছে এক গবেষণা।

ন্যাচারাল কমিউনিকেশন জার্নালে ‘অ্যাসোসিয়েশন অব দ্য টাইমিং অব ফিজিক্যাল অ্যাক্টিভিটি’র করা একটি গবেষণা প্রকাশিত হয়েছে। সেখানেই এমন দাবি করা হয়েছে। আমেরিকায় প্রায় ৫০ হাজার মানুষ এই গবেষণায় অংশ নিয়েছিলেন।

গবেষণা চলাকালীন প্রায় ১০০০ জন মারা যান হৃদরোগে, ১৮০০ জন ক্যানসারে। সুস্থভাবে বেঁচে থাকা অংশগ্রহণকারীদের অধিকাংশই দিনের মধ্যভাগে অর্থাৎ বিকালে সবচেয়ে বেশি শারীরিকভাবে সক্রিয় ছিলেন। অর্থাৎ সকালে নয় বরং বিকালে শরীরচর্চা করাটাকেই সর্বোত্তম বলে রায় দিচ্ছে ওই গবেষণা।

ন্যাচারাল কমিউনিকেশন জার্নালের প্রতিবেদন অনুযায়ী, শারীরিকভাবে সক্রিয় থাকার অর্থ শুধু ব্যায়াম করা নয়, জোরে জোরে হাঁটা কিংবা পরিশ্রমসাধ্য কোনো কাজ করাটাও শরীরচর্চার মধ্যে পড়ে।

গবেষণা দাবি করছে, সকালে শরীরচর্চা অকালমৃত্যুর কারণ হতে পারে! গবেষণা আরও দাবি করছে, বিকালে শরীরচর্চা করলে কোনো ক্ষতি নেই বরং উপকার হবে। তারা বলছে, বিকালে ব্যায়াম করা বেশি স্বাস্থ্যসম্মত এবং অকালমৃত্যুর হাত থেকে আপনাকে রক্ষা করে।

গবেষণা আরও বলছে, শরীরচর্চা ও ভালো ঘুম একে অপরের পরিপূরক। প্রতিদিন ব্যস্ত জীবন শেষে বিকালে বাড়ি ফিরে শরীরচর্চা করলে শরীরের খানিকটা আরাম হয় এবং সারাদিনের কাজের ক্লান্তি থেকে মুক্ত হয় শরীর। বিকালের শরীরচর্চা স্নায়ুর চাপ নিয়ন্ত্রণে রাখে। ফলে রাতের ঘুমও ভালো হয়।

(ঢাকাটাইমস/৭মার্চ/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজশাহীতে দিনভর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
‘কন্যা’ গানে প্রশংসিত সজল
নির্বাচনের মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে: মির্জা ফখরুল 
দিনাজপুরে ট্রেনের অবৈধ টিকিটসহ নৌ-বাহিনীর সদস্য আটক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা